চুয়াডাঙ্গা ফেরিঘাট সড়কের প্রবেশমুখে ড্রেনের পানি
বাসিন্দাদের ভোগান্তি, যান চলাচলে বিঘ্ন
- আপলোড টাইম : ০৭:৫৬:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
- / ১২ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা ফেরিঘাট সড়কের প্রবেশমুখে ড্রেনের বিশৃঙ্খল অবস্থা ও সড়কে পানি জমাট বেঁধে দিন দিন দুর্বিষহ পরিস্থিতি তৈরি করছে। সড়ক ব্যবহারকারীরা বলে আসছেন, এই পানির কারণে স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহনের চালকরা মারাত্মক ভোগান্তির সম্মুখীন হচ্ছেন। সড়কের প্রবেশদ্বার থেকে ড্রেনটি ফেরিঘাট সড়কের পাশ দিয়ে মাথাভাঙ্গা নদীতে পতিত হয়েছে। তবে সড়কের থেকে ড্রেনের উচ্চতা বেশি হওয়ায় পানি উপচে সড়ক তলিয়ে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বাধা সৃষ্টি করছে যানবাহন ও মানুষের স্বাভাবিক চলাচলে। অপ্রত্যাশিত আবর্জনা মিশ্রিত ড্রেনে জমে থাকা এই পানি দুর্ঘটনার সম্ভাবনাও বাড়িয়ে দিয়েছে।
স্থানীয় বাসিন্দা আলমগীর মোল্লা বলেন, ‘প্রতিদিন সড়কের প্রবেশমুখে পানি জমে থাকায় আমাদের জীবনযাত্রায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। পায়ে হেঁটে চলাচল যেমন দুষ্কর হয়ে পড়েছে, নোংরা পানি গায়ে পড়ে পোশাক নষ্ট হচ্ছে। আমাদের আশা, কর্তৃপক্ষ দ্রুত এর ব্যবস্থা নেবেন।’
ভুক্তভোগী ব্যবসায়ীদের মধ্যে বাবু বলেন, ‘ড্রেনের পানি বেঁধে থাকার কারণ হলো সঠিক সময়ে প্রয়োজনীয় পরিষ্কারকরণ ও রক্ষণাবেক্ষণের অভাব।’ তিনি আরও বলেন, ‘অবকাঠামোগত এই ত্রুটি বর্ষাকালে আরও মারাত্মক হয়ে ওঠে। প্রশাসনিক কর্মকর্তাদের এই সমস্যার দ্রুত সমাধানের জন্য সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। তবে প্রক্রিয়াটি বাস্তবায়নে দেরি হওয়ায় জনগণের অসন্তোষ বেড়ে চলেছে। আমরা আশা করি, পৌরসভার উদ্যোগে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।’