চুয়াডাঙ্গা পৌরসভার পানির মিটার চুরির হিড়িক!
- আপলোড টাইম : ০৮:৪১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
- / ১২ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা পৌরসভার পানির মিটার চুরির হিড়িক পড়েছে। গত কয়েকদিনে ঝিনাইদহ বাসস্ট্যান্ড পাড়াসহ বিভিন্ন এলাকায় চোরেরা বেশ কয়েকটি পানির মিটার চুরি করে নিয়ে গেছে। দিতে-রাতে যখন সুযোগ পাচ্ছে তখনই চুরি করছে তারা।
জানা গেছে, গত ৫ বছর আগে চুয়াডাঙ্গা পৌরসভার উদ্যোগে প্রতিটি গ্রাহকের পানির লাইনের সাথে মিটার সংযুক্ত করে দেয়া হয়। দীর্ঘদিন পানির মিটারটি সংযুক্ত করা হলেও এর কোনো কার্যক্রম আজও শুরু হয়নি। এদিকে এরই মধ্যে বেশিরভাগ বাড়িতে লাগানো পানির মিটার চুরি হয়ে গেছে। এ কারণে পানির মিটার সংযোগ প্রকল্পটি উদ্বোধনের আগেই মুখ থুবড়ে পড়েছে।
গতকাল শনিবার দুপুর ১২টার দিকে ঝিনাইদহ বাসস্ট্যান্ড পাড়ার বাসিন্দা চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জেলা প্রতিনিধি বিপুল আশরাফের বাড়ির পানির মিটার চুরি করে নিয়ে যায়। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় দুপুর ১২ টা ১২ মিনিটে প্যান্ট ও লালচে রঙের গেঞ্জি গায়ে এক যুবক প্রাচীর টপকে বাড়ির ভেতরে প্রবেশ করে। তারপর পানির মিটারটা চুরি করে নিয়ে আবার প্রাচীর টপকে পালিয়ে যায়। এর কয়েকদিন আগে হোমিও ডাক্তার সাইদুর রহমানের মিটারটি চুরি করে নিয়ে যায়।
এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদুর রহমান বলেন, ‘ইতিমধ্যে আমরা বিভিন্ন এলাকা থেকে কয়েকজনকে আটক করেছি।’