আলমডাঙ্গা সরকারি কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী
- আপলোড টাইম : ০৮:৪১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
- / ১৯ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা সরকারি কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকাল ১০টায় আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মফিজুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ নজরুল ইসলাম, সাবেক উপাধ্যক্ষ সাইদুজ্জামান রহমানি, সহকারী অধ্যাপক মোনায়েম হোসেন, সহকারী অধ্যাপক মহিতুর রহমান, আলমডাঙ্গা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন প্রমুখ।
প্রভাষক তাপস রশিদ ও শরিয়তুল্লাহর উপস্থাপনায় বক্তব্য দেন সাবেক গ্রন্থাগারিক খলিলুজ্জামান, সাবেক সহকারী অধ্যাপক শহিদ আজাহার, সাবেক সহকারী অধ্যাপক নুর ইসলাম, সাবেক সহকারী অধ্যাপক আব্দুল খালেক, সাবেক সহকারী অধ্যাপক চান্দ আলী ও নাগরিক কমিটির সদস্যসচিব হাবিবুল করিম চঞ্চল প্রমুখ।
সভায় অবসর প্রাপ্ত শিক্ষক কর্মচারীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়। এদের মধ্যে সাবেক অধ্যক্ষ নজরুল ইসলাম, সাবেক উপাধ্যক্ষ সাইদুজ্জামান রহমানি, সহকারী অধ্যাপক আব্দুল খালেক, নুর ইসলাম, চাঁদ আলী, শহীদ আজহার, গ্রন্থাগার প্রভাষক মো. খলিলুজ্জামান, প্রদর্শক তোহুরুজ্জান, মো. জামাল হোসেন, মো. আমিনুল ইসলাম, হিসাব রক্ষক মো. নওশাদুজ্জামান, অফিস সহায়ক মজিবর রহমান, শাফায়েতুল ইসলাম, নজরুল ইসলাম, শেখ আবুল বাসার। অনুষ্ঠান শেষে থানাপাড়া কমিউনিটি সেন্টারে মধ্যহ্নভোজের আয়োজন করা হয়।