আলমডাঙ্গায় কবি গোলাম রহমানের জন্মদিন পালন
- আপলোড টাইম : ০৮:৩৯:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
- / ১৬ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক ও আলাউদ্দিন আহমেদ পাঠাগারের পরিচালক কবি গোলাম রহমান চৌধুরির ৫৯তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে আলমডাঙ্গা আলাউদ্দিন আহমেদ পাঠাগারের চত্বরে জন্মদিন ও ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ, প্রতিবাদ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক কবি হাবিবুর রহমান।
এতে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি ও কথাসাহিত্যিক ওমর আলী মাস্টার। প্রধান বক্তা ছিলেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সহসভাপতি ও সহকারী অধ্যাপক আসিফ জাহান। বিশেষ অতিথি ছিলেন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, সহকারী অধ্যাপক একে এম ফারুক,গল্পকার পিন্টু রহমান, প্রধান শিক্ষক আশরাফ জাহান আবেদ, গাঙচিল সাহিত্য পরিষদের সভাপতি কবি জামিরুল, কবি ও সম্পাদক কহন কুদ্দুস, কবি ও সম্পাদক আতিকুর রহমান ফারায়েজি, কবি সিদ্দিকুর রহমান প্রমুখ। সভা শেষে কবি গোলাম রহমান চৌধুরিকে উপহার প্রদান করা হয়।