আলমডাঙ্গায় জাকের পার্টির আজিমুশ্বান ইসলামিক জলসা
- আপলোড টাইম : ০৮:৩৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
- / ১৭ বার পড়া হয়েছে
আলমডাঙ্গায় জাকের পার্টির আজিমুশ্বান ইসলামিক জলসা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাদ আসর আলমডাঙ্গার মিয়া পাড়া ক্যানাল সংলগ্ন জলসায় প্রধান বক্তা ছিলেন বিশ্ব জাকের মন্জিলের খাদেম হযরত মাওলানা কারী রুহুল আমীন সিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা কর্মী প্রধান আরিফুজ্জামান আরিফ বিশ্বাস।
জলসায় দ্বিতীয় বক্তা ছিলেন বিশ্ব জাকের মন্জিলের খাদেম হযরত মাওলানা ইমরান হুসাইন মাযহারী, তৃতীয় বক্তা ছিলেন হযরত মাওলানা মুফতি রবিউল ইসলাম, ৪র্থ বক্তা হযরত মাওলানা আকরাম হোসেন জোরআলী। বিশ্ব জাকের পার্টির চুয়াডাঙ্গা জেলার যুব ফ্রন্টের সিনিয়র সহসভাপতি আ. ওহাব চৌধুরীর সহযোগিতায় আলমডাঙ্গা পৌরসভার কর্মী প্রধান রইচ উদ্দীনের সভাপতিত্বে ও প্রভাষক আ. হাকিমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার সাবেক কর্মী প্রধান বোরহান উদ্দিন, কর্মী প্রধান শিক্ষক মতিয়ার রহমান, সহকারী কর্মী প্রধান আ. আজিজ গামা, মনিরুদ্দিন মনি, গোলাম মোস্তফা মারুফ, সেলিম রেজা, আ. আহাদ,শাহাজান আলী, আ. ছাত্তার প্রমুখ।