ইপেপার । আজ মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

হরিণাকুণ্ডুতে মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ০৮:২৯:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
  • / ৩৭ বার পড়া হয়েছে

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ বলেছেন, বিএনপি ক্ষমায় গেলে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা হবে। চাকরি, ব্যবসা ও আয়বর্ধক কর্মসূচির মাধ্যমে নারীকে স্বাবলম্বী করে তোলা হবে। এম এ মজিদ গতকাল শনিবার হরিণাকুন্ডু শহরে জেলা পরিষদের অডিটোরিয়ামে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

হরিণাকুণ্ডু উপজেলা ও পৌর মহিলা দলের আয়োজনে কর্মী সভায় বিভিন্ন ইউনিয়নের ৫ শতাধিক নারী কর্মী অংশ নেন। হরিণাকুণ্ডু উপজেলা মহিলা দলের আহ্বায়ক মোছা. সেলিনা খাতুনের সভাপতিত্বে কর্মী সভায় জেলা মহিলা দলের সভাপতি অধ্যক্ষ কামরুন্নাহার লিজি, সাধারণ সম্পাদক তহুরা খাতুন, হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, পৌর বিএনপির সভাপতি জিন্নাতুল হক খান ও পৌর মহিলা দলের আহ্বায়ক মোছা. রেহেনা আক্তারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মহিলা দলের কর্মীরা বক্তব্য দেন। এসময় মহিলা দলের বিভিন্ন ইউনিটের ভবিষ্যৎ কর্মপদ্ধতি, সাংগঠনিক তৎপরতা ও নির্বাচন কেন্দ্রিক সার্বিক প্রস্তুতি বিষয়ে উন্মুক্ত আলোচনা করেন নেতা-কর্মীরা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

হরিণাকুণ্ডুতে মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত

আপলোড টাইম : ০৮:২৯:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ বলেছেন, বিএনপি ক্ষমায় গেলে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা হবে। চাকরি, ব্যবসা ও আয়বর্ধক কর্মসূচির মাধ্যমে নারীকে স্বাবলম্বী করে তোলা হবে। এম এ মজিদ গতকাল শনিবার হরিণাকুন্ডু শহরে জেলা পরিষদের অডিটোরিয়ামে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

হরিণাকুণ্ডু উপজেলা ও পৌর মহিলা দলের আয়োজনে কর্মী সভায় বিভিন্ন ইউনিয়নের ৫ শতাধিক নারী কর্মী অংশ নেন। হরিণাকুণ্ডু উপজেলা মহিলা দলের আহ্বায়ক মোছা. সেলিনা খাতুনের সভাপতিত্বে কর্মী সভায় জেলা মহিলা দলের সভাপতি অধ্যক্ষ কামরুন্নাহার লিজি, সাধারণ সম্পাদক তহুরা খাতুন, হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, পৌর বিএনপির সভাপতি জিন্নাতুল হক খান ও পৌর মহিলা দলের আহ্বায়ক মোছা. রেহেনা আক্তারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মহিলা দলের কর্মীরা বক্তব্য দেন। এসময় মহিলা দলের বিভিন্ন ইউনিটের ভবিষ্যৎ কর্মপদ্ধতি, সাংগঠনিক তৎপরতা ও নির্বাচন কেন্দ্রিক সার্বিক প্রস্তুতি বিষয়ে উন্মুক্ত আলোচনা করেন নেতা-কর্মীরা।