ইছামতি নদীতে ভেসে ওঠা নিহত বাংলাদেশি যুবকের লাশ নিয়ে গেছে বিএসএফ
- আপলোড টাইম : ০৮:২৮:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
- / ১২ বার পড়া হয়েছে
ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তে ইছামতি নদীতে ভেসে ওঠা ওয়াসিম নামের এক বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। লাশটি ভারতে অংশে থাকায় গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ভারতের শ্রীরামপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা উদ্ধার করে ধনতলা থানায় নিয়ে যায় বলে স্থানীয় ইউপি সদস্য ওবাইদুল ইসলাম গণমাধ্যমকর্মীদের জানান।
এদিকে লাশটি ওয়াসিমের দাবি করে তার পিতা রমজান আলী শনিবার দুপুরে মহেশপুরের বাঘাডাঙ্গা বিজিবি ক্যাম্পে একটি আবেদন করেন। এ সময় স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিরা তার সঙ্গে ছিলেন। আবেদনে তিনি পতাকা বৈঠকের মাধ্যমে সন্তানের লাশটি ফেরত আনার অনুরোধ করেন। তবে এ বিষয়ে বাঘাডাঙ্গা বিজিবির কোম্পানি সদরের কমান্ডার ওবাইদুল ইসলাম কোন মন্তব্য করতে রাজি হননি।
উল্লেখ্য, শুক্রবার দুপুরে হুদাপাড়া গ্রামের এক কৃষক মাঠে যাওয়ার পথে লাশ ভাসতে দেখে। খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে গিয়ে লাশের বিষয়টি নিশ্চিত হয়। তবে লাশ ভারতে অংশে থাকায় বাংলাদেশি পুলিশ বা বিজিবি উদ্ধার করতে পারেনি। ওয়াসিমের বড় ভাই মেহেদী হাসান দাবি করেন, তার ভাই ওয়াসিম ৩/৪ দিন ধরে নিখোঁজ রয়েছে। মাঝেমধ্যে সে ভারতে ধুর নিয়ে যাতায়াত করতো বলে শুনেছি।
তিনি দাবি করেন, গত ৮ এপ্রিল ওয়াসিমসহ ক’জন সীমান্ত পেরিয়ে ভারতে যায়। ভারত থেকে ফেরার সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) তাদের ধাওয়া করলে মহেশপুরের সলেমানপুর গ্রামের আব্দুস সোবহান, কাঞ্চনপুর গ্রামের রাজু, শাাবুদ্দিন, মানিক ও বাঘাডাঙ্গা গ্রামের আব্দুল ওয়াহেদ ফিরে আসলেও তার ভাই বিএসএফের হাতে ধরা পড়ে। তাকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে বলে পরিবারের অভিযোগ।
৫৮ বিজিবির অধিনায়ক লে কর্নেল রফিকুল আলম আগেই জানিয়েছেন, লাশটি ইছামতি নদীর ভারতীয় অংশে থাকায় উদ্ধার করা যায়নি। তবে বিএসএফকে জানানো হয়েছিল। তবে মৃতদেহটি বাংলাদেশি না ভারতীয় তা এখনো অনিশ্চিত।
মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা জানান, ইছামতি নদীর ভারতীয় অংশে একটি লাশ উদ্ধারের কথা তিনি শুনেছেন।