শিরোনাম:
ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে শৈলকুপায় বিক্ষোভ
ঝিনাইদহ অফিস:
- আপলোড টাইম : ০৮:২৭:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
- / ১৪ বার পড়া হয়েছে
ফিলিস্তিনে লাগাতার বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপায় বিক্ষোভ সমাবেশ করেছে মুসল্লিরা। গতকাল শনিবার জোহরের নামাজের পর উপজেলার গাড়াগঞ্জ এলাকার ইমাম উলামা ঐক্য পরিষদের আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ইমাম উলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা তরিকুল ইসলাম, সাবেক অধ্যক্ষ সারোয়ার হোসেনসহ বিভিন্ন মসজিদের ইমাম, মুসল্লি ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
বক্তারা বলেন, মুসলিম বিশ্ব দিনের পর দিন চুপ থাকার কারণে আজ এ পরিস্থিতির সৃস্টি হয়েছে। ইসরায়েল যেভাবে ন্যাক্কারজনকভাবে মানুষ হত্যা করছে তা রীতিমতো মানবতার চরম লঙ্ঘন। ইতিহাস তাদের ক্ষমা করবে না। তাই সকল মুসলমান দেশগুলোকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
ট্যাগ :