ইপেপার । আজ সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

জীবননগরে অবৈধ ড্রিংকস বিক্রির অভিযোগে ভোক্তার অভিযান

প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

জীবননগর অফিস:
  • আপলোড টাইম : ০৮:২১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
  • / ১২ বার পড়া হয়েছে

জীবননগরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১০টা থেকে ১টা পর্যন্ত জীবননগর উপজেলার কাশিপুর মাঠপাড়ায় অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

মোহাম্মদ মামুনুল হাসান জানান, বেলা সাড়ে ১০টা থেকে ১টা পর্যন্ত জীবননগরে অবৈধ ড্রিংকসের বিষয়ে তদারকি করা হয়। এ সময় অবৈধ ড্রিংকস বিক্রি করার অপরাধে মো. ইস্রাফিল হোসেনের প্রতিষ্ঠান রত্না সুপার ড্রিংকসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৩৭ অনুসারে ৫০ হাজার জরিমানা করা হয় ।

মোহাম্মদ মামুনুল হাসান আরও বলেন, এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে যথাযথ কর্তৃপক্ষ হতে লাইসেন্স গ্রহণপূর্বক মানসম্মত ড্রিংকস তৈরি ও বিক্রির নির্দেশনা প্রদান করা হয় এবং ১৮ কার্টুন (৪৩২০ পিস) ড্রিংকস ধ্বংস করা হয়। অভিযন সার্বিক সহযোগিতা করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা জনাব সজীব পাল, শিক্ষার্থী প্রতিনিধি জনাব মুশফিকুর রহিম, জেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব মো. গোলাম ফারুক, প্রতিনিধি, ক্যাব মো. রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

জীবননগরে অবৈধ ড্রিংকস বিক্রির অভিযোগে ভোক্তার অভিযান

প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

আপলোড টাইম : ০৮:২১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫

জীবননগরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১০টা থেকে ১টা পর্যন্ত জীবননগর উপজেলার কাশিপুর মাঠপাড়ায় অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

মোহাম্মদ মামুনুল হাসান জানান, বেলা সাড়ে ১০টা থেকে ১টা পর্যন্ত জীবননগরে অবৈধ ড্রিংকসের বিষয়ে তদারকি করা হয়। এ সময় অবৈধ ড্রিংকস বিক্রি করার অপরাধে মো. ইস্রাফিল হোসেনের প্রতিষ্ঠান রত্না সুপার ড্রিংকসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৩৭ অনুসারে ৫০ হাজার জরিমানা করা হয় ।

মোহাম্মদ মামুনুল হাসান আরও বলেন, এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে যথাযথ কর্তৃপক্ষ হতে লাইসেন্স গ্রহণপূর্বক মানসম্মত ড্রিংকস তৈরি ও বিক্রির নির্দেশনা প্রদান করা হয় এবং ১৮ কার্টুন (৪৩২০ পিস) ড্রিংকস ধ্বংস করা হয়। অভিযন সার্বিক সহযোগিতা করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা জনাব সজীব পাল, শিক্ষার্থী প্রতিনিধি জনাব মুশফিকুর রহিম, জেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব মো. গোলাম ফারুক, প্রতিনিধি, ক্যাব মো. রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম।