জীবননগরে মাদকবিরোধী সচেতনতা সভা
- আপলোড টাইম : ০৮:১৯:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
- / ১৪ বার পড়া হয়েছে
জীবননগর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে মাদকের বিষয়ে সচেতনতার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিবেল ৫টার দিকে রাজনগরপাড়ায় এই সভা অনুষ্ঠিত হয়। এসময় ৩ নম্বর ওয়ার্ডের জনসাধারণ মাদকের বিরুদ্ধে বিভিন্ন মতামত প্রকাশ করেন।
এলাকাবাসী বলেন, ৩ নম্বর ওয়ার্ডের কিছু মাদক ব্যবসায়ীর জন্য এলাকাটা নষ্ট হয়ে যাচ্ছে। এই এলাকায় জীবননগর থানা অবস্থিত, কিন্তু এই এলাকায় মাদকের ছড়াছড়ি। মাদকের আখড়া বন্ধ হচ্ছে না, তাই পুলিশকে সবসময়ই পাশে চাই।
সভায় ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপি সভাপতি শাহজাহান কবির, পৌর বিএনপির সহসভাপতি মো. তাজুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফি উদ্দিন, পৌর বিএনপির নেতা সাইফুল ইসলাম প্রমুখ।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওস)ি মামুন হোসেন বিশ্বাস বলেন, এটা খুবই ভালো উদ্যোগ। তবে মাদকের বিরুদ্ধে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণেরও কাজ করতে হবে। পুলিশকে সহযোগিতা করতে হবে, তবেই মাদক নির্মূল তৈরি হবে। সভা পরিচালনা করেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান।