হাসাদাহে জমি বিরোধে অসহায় পরিবারকে উচ্ছেদ, মানবেতর জীবনযাপন
- আপলোড টাইম : ০৮:১৭:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
- / ১৩ বার পড়া হয়েছে
জীবননগর উপজেলার হাসাদাহ ঘুষিপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি অসহায় পরিবারকে বসতবাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। বর্তমানে পরিবারটি গাছতলা ও অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের মৃত রহিম বক্সের ছেলে মমিনুর রহমান দীর্ঘ ২০-২৫ বছর ধরে নিজ বসতভিটায় বসবাস করে আসছিলেন। কিন্তু হঠাৎ করেই একই গ্রামের মৃত আহাম্মদ আলীর ছেলে মমিন উদ্দিন ওই জমির মালিকানা দাবি করেন। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয় এবং পরবর্তীতে আদালতে মামলাও হয়, যা এখনও চলমান রয়েছে।
অভিযোগ রয়েছে, মামলা চলমান থাকা অবস্থায় মমিন উদ্দিন স্থানীয় এক প্রভাবশালী রাজনৈতিক দলের সহযোগিতায় মমিনুর রহমানের বাড়িতে হামলা চালিয়ে তার বসতঘর ভেঙে উচ্ছেদ করে দেন।
ভুক্তভোগী পরিবার জানায়, বিরোধপূর্ণ জমির পরিমাণ মোট ৩৯ শতাংশ। এর মধ্যে মৃত রহিম বক্সের বোন মোমেনা খাতুন রেকর্ড অনুযায়ী ৫.৫ শতাংশ জমির মালিক। তিনি মালিকানা সূত্রে পুরো জমি তার ভাইপো মমিনুর রহমানের নামে রেজিস্ট্রি করে দেন। সেই সূত্রে মমিনুর দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করছিলেন।
অন্যদিকে, মৃত আহাম্মদ আলীর ছেলে মমিন উদ্দিন ৫.৫ শতাংশ জমি একজন শরিকের কাছ থেকে এবং পরবর্তীতে মৃত হায়দার আলীর ছেলে হাসিবুলের নিকট থেকে আরও ৩.২০ শতাংশ জমি ক্রয় করেন। এই জমির মালিকানা দাবি করে তিনি স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের সহায়তায় মমিনুরের বাড়িঘর ভেঙে দেন। বর্তমানে মমিনুর রহমান ও তার পরিবারের সদস্যরা অন্যের বাড়িতে মানবেতর জীবন কাটাচ্ছেন।