ইপেপার । আজ শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

প্রতিবেদক, মেহেরপুর সদর:
  • আপলোড টাইম : ০৮:১৬:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
  • / ৭০ বার পড়া হয়েছে

মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করা হয়েছে। গতকাল শনিবার দুপুর বেলা দেড়টার দিকে শহরের বড় বাজার চৌরাস্তার মোড়ে টায়ার জ্বালিয়ে এই বিক্ষোভ সমাবেশ করেন ব্যবসায়ীরা। এর আগে শহরের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেন ব্যবসায়ীরা।
বিক্ষোভ চলাকালে মেহেরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ব্যবসায়ীদের দাবির কথা শুনে মেলা বন্ধের বিষয়ে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সাথে আলোচনা বসার আশ্বাস দেন। মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সভাপতির সভাপতি মো. মনিরুজ্জামান দীপু ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম তাদের নেতৃত্ব দেন। ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মনিরুজ্জামান দীপু বলেন, জেলা প্রশাসকের ছত্রছায়ায় সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে মেলার নামে সার্কাস, হাউজি, জুয়া ও লটারির আয়োজন করা হচ্ছে। জেলা প্রশাসক তার এলআর ফান্ডে ৫ লাখ টাকা নজরানা নিয়ে এই মেলার অনুমোদন দিয়েছেন।
তারা বলেন, স্থানীয় অভিভাবক ও পরীক্ষার্থী মহল ক্ষুব্ধ। এসময় কয়েকজন অভিভাবক তাদের খোপ প্রকাশ করেছেন। দবির উদ্দি, সাহিনূর, আমিনুল ইসলাম ও শামসুল আলম বলেন, এসএসসি পরীক্ষা দিচ্ছে ছেলে-মেয়েরা। পাশে মসজিদ ও কাঁচা বাজার। অথচ স্কুলে মেলা বসিয়ে প্রশাসন শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে খেলছে। স্থানীয় সূত্রে জানতে পারি প্রথমে মেলার স্থান নির্ধারিত ছিল মেহেরপুর স্টেডিয়ামে। ক্রীড়া প্রেমী ও ক্রীড়া সংস্থার সদস্যদের প্রতিবাদের মুখে পরিবর্তন করে স্কুল মাঠে স্থানান্তর করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

আপলোড টাইম : ০৮:১৬:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫

মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করা হয়েছে। গতকাল শনিবার দুপুর বেলা দেড়টার দিকে শহরের বড় বাজার চৌরাস্তার মোড়ে টায়ার জ্বালিয়ে এই বিক্ষোভ সমাবেশ করেন ব্যবসায়ীরা। এর আগে শহরের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেন ব্যবসায়ীরা।
বিক্ষোভ চলাকালে মেহেরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ব্যবসায়ীদের দাবির কথা শুনে মেলা বন্ধের বিষয়ে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সাথে আলোচনা বসার আশ্বাস দেন। মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সভাপতির সভাপতি মো. মনিরুজ্জামান দীপু ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম তাদের নেতৃত্ব দেন। ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মনিরুজ্জামান দীপু বলেন, জেলা প্রশাসকের ছত্রছায়ায় সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে মেলার নামে সার্কাস, হাউজি, জুয়া ও লটারির আয়োজন করা হচ্ছে। জেলা প্রশাসক তার এলআর ফান্ডে ৫ লাখ টাকা নজরানা নিয়ে এই মেলার অনুমোদন দিয়েছেন।
তারা বলেন, স্থানীয় অভিভাবক ও পরীক্ষার্থী মহল ক্ষুব্ধ। এসময় কয়েকজন অভিভাবক তাদের খোপ প্রকাশ করেছেন। দবির উদ্দি, সাহিনূর, আমিনুল ইসলাম ও শামসুল আলম বলেন, এসএসসি পরীক্ষা দিচ্ছে ছেলে-মেয়েরা। পাশে মসজিদ ও কাঁচা বাজার। অথচ স্কুলে মেলা বসিয়ে প্রশাসন শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে খেলছে। স্থানীয় সূত্রে জানতে পারি প্রথমে মেলার স্থান নির্ধারিত ছিল মেহেরপুর স্টেডিয়ামে। ক্রীড়া প্রেমী ও ক্রীড়া সংস্থার সদস্যদের প্রতিবাদের মুখে পরিবর্তন করে স্কুল মাঠে স্থানান্তর করা হয়।