ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যার প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ
- আপলোড টাইম : ০৮:১৩:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
- / ১৬ বার পড়া হয়েছে
ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে মেহেরপুর পন্ডের ঘাট এলাকায় সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক এমপি মাসুদ অরুনের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাথুলি সড়কে গিয়ে শেষ হয়। এর আগে মেহেরপুর পন্ডের ঘাটে এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মাসুদ অরুণ।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা শ্রমিক দলের সভাপতি আহসান হাবিব সোনা, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির প্রমুখ।