স্মৃতিশক্তি হারানো হামিদ নিখোঁজ, সন্ধান চায় পরিবার
- আপলোড টাইম : ০৮:১০:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
- / ১৬ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা পৌর শহরের রেলবাজার পাড়ার বাসিন্দা স্মৃতিশক্তি হারানো আব্দুল হামিদ নামের একজন ব্যক্তি নিখোঁজ হয়েছেন। গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা ১১টার দিকে বাড়ি থেকে বের হয়ে তিনি নিখোঁজ হয়েছেন। তিনি স্মৃতিশক্তি-সংক্রান্ত সমস্যায় ভুগছেন এবং ঠিকমতো নিজের ঠিকানা কিংবা পরিচয় বলতে অক্ষম। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। জিডি নম্বর: ৬৫৮, তারিখ, ১১/০৪/২০২৫।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, আব্দুল হামিদ নিখোঁজ হওয়ার পর থেকে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের সময় তিনি সাধারণ পোশাক পরিহিত ছিলেন এবং হেঁটে কোথাও যাচ্ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। যদি কোনো হৃদয়বান ব্যক্তি তাঁকে দেখে থাকেন বা তাঁর কোনো খোঁজ পান, তাহলে চুয়াডাঙ্গা রেলবাজারস্থ মিণ্টুর দোকানে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া ০১৩০৭৬৬০৬১৫/০১৭১৮৭৭৭১২০ নম্বর দুটির যেকোনো একটিতে যোগাযোগ করার অনুরোধ করেছে পরিবার।