চুয়াডাঙ্গা পৌর ৪ নম্বর ওয়ার্ড মহিলা দলের কমিটি গঠন
সভাপতি কাকুলী, সম্পাদক রিনা
- আপলোড টাইম : ০৮:১২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
- / ১৪ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা পৌর ৪ নম্বর ওয়ার্ড মহিলা দলের কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টায় চুয়াডাঙ্গা একাডেমি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের চুয়াডাঙ্গা পৌর ৪ নম্বর ওয়ার্ড শাখার কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ৪ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভাপতি কাকুলী ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা।
প্রধান বক্তা ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা পারভীন। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি শেফালী বেগম, সাংগঠনিক সম্পাদক নাসরীন পারভীন এবং পৌর মহিলা দলের নেত্রী রহিমা বেগম।
আলোচনা সভা শেষে সর্বসম্মতভাবে ৪ নম্বর ওয়ার্ড মহিলা দলের নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হন কাকুলী ইসলাম, সিনিয়র সহসভাপতি শাহানা আক্তার, সাধারণ সম্পাদক রিনা খাতুন এবং সাংগঠনিক সম্পাদক রোকাইয়া ইসলাম।