শিরোনাম:
চুয়াডাঙ্গায় ডিবি’র অভিযানে ফেনসিডিলসহ আটক ১
সমীকরণ প্রতিবেদক:
- আপলোড টাইম : ০৮:০৬:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
- / ১১ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩০ বোতল ফেনসিডিলসহ ইমরান আলী (২৩) নামের এক যুবককে আটক করা হয়েছে। গতকাল শনিবার বেলা ২টার দিকে জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ইমরান গয়েশপুর গ্রামের বিল্লাল আলীর ছেলে। গতকাল জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন এসআই তোরগুল হাসান সোহাগ, এএসআই আবু আল ইমরান, এএসআই আরিফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স। অভিযানে গয়েশপুর গ্রাম থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ ইমরান আটক হন। এ ঘটনায় গতকালই আটক আসামির বিরুদ্ধে জীবননগর থানায় নিয়মিত মামলা হয়েছে।
ট্যাগ :