চুয়াডাঙ্গা-২ আসনে জামায়াতের ভোট কেন্দ্র পরিচালকদের নির্বাচনী কর্মশালা
- আপলোড টাইম : ০৮:০৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
- / ১১ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা-২ আসনে জামায়াতের ভোট কেন্দ্র পরিচালকদের নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ৪ টায় দামুড়হুদা উপজেলার মোক্তারপুর মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে জামায়াতের উপজেলাধীন ভোট কেন্দ্র পরিচালকদেরর নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা আমির নায়েব আলীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা আমির অ্যাড. রুহুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আগামী নির্বাচনীতে আমাদের যদি বিজয় আনতে হয় তাহলে আমাদের অনেক সচেতন হতে হবে। সাধারণ মানুষের সাথে আমাদের সাধারণ বৈঠক করতে হবে। খ্রিস্টান, হিন্দুপাড়ায়, গুচ্ছ পাড়ায়, হঠাৎপাড়ায়, জনসাধারণের সাথে সাধারণ সভা/উঠান বৈঠক করতে হবে।’
কর্মশালায় দামুড়হুদা উপজেলা আমির নায়েব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি ও সাবেক ভাইচ চেয়্যারমান আব্দুল কাদের, তালিমুল কুরআনের সভাপতি মাওলানা মহিউদ্দিন, দামুড়হুদা উপজেলা নায়েবে আমির মাওলানা আব্দুল গফুর, উপজেলা সহকারী সেক্রেটারি আবুল বাশার, রফিকুল ইসলাম জিয়া, যুব বিভাগের সভাপতি মাওলানা আব্দুল খালেক ও উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা শামসুল হক।
এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা ইউনিয়ন আমির মাওলানা আবুল কাশেম, হাউলী ইউনিয়ন আমির ওবায়দুল হক, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আমির আবু হানিফ, নাটুদহ ইউনিয়ন আমির শামসুজ্জোহা, নতিপোতা ইউনিয়ন সভাপতি ইসমাঈল হোসেন ও জুড়ানপুর ইউনিয়ন সভাপতি শামীমুল হক ঝন্টু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সেক্রেটারী আবেদ-উদ দৌলা টিটন।