চুয়াডাঙ্গায় পহেলা বৈশাখ উদ্যাপনে বিএনপির প্রস্তুতি সভা
শোভাযাত্রায় শহর প্রদক্ষিণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
- আপলোড টাইম : ০৮:৩৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
- / ১৬ বার পড়া হয়েছে
কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ বাংলা নববর্ষ-১৪৩২ উদ্যাপন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় জেলা বিএনপির কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা।
প্রস্তুতি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, পহেলা বৈশাখ উপলক্ষে সকাল ৯টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরের সামনে থেকে বৈশাখী শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি চুয়াডাঙ্গায় পৌর শহরের প্রধান প্রধান সড়ক কোর্ট মোড়, শহিদ হাসান চত্বর, পৌরসভা মোড়, কবরী রোড ও কলেজে রোড হয়ে পুনরায় সাহিত্য পরিষদ চত্বরে ফিরে শেষ হবে। শোভাযাত্রা শেষে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে।
অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, খালিদ মাহমুদ মিল্টন, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, জেলা শ্রমিক দলের সভাপতি এম. জেনারেল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টু, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান।
জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমের সঞ্চালনায় প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম.এ তালহা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহনারা পারভিন, জেলা ওলামা দলের সদস্যসচিব মওলানা আনোয়ার হোসেন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহাবুল হক মহাবুব, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সুজন মালিক, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ, জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি ও সাবেক কাউন্সিলর শেফালী বেগম, জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মওলানা মাহাবুল হক, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মতিউর রহমান মিশর, সদস্যসচিব ও সাবেক কাউন্সিলর মহলদার ইমরান রিণ্টু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম এ হাসান, সদস্যসচিব রাজা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান, পৌর ছাত্রদলের সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী প্রমুখ।