ইপেপার । আজ শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

চুয়াডাঙ্গায় পুলিশের কনস্টেবল পদে নিয়োগে দ্বিতীয় দিনের পরীক্ষা সম্পন্ন

আজ ১৬০০ মিটার দৌঁড়, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৮:৩৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • / ১৪ বার পড়া হয়েছে

‘সেবার ব্রতে চাকরি’ এই অঙ্গীকারে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ পুলিশে নতুন নিয়মে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে নিয়োগ পরীক্ষার দ্বিতীয় দিনে শারীরিক সক্ষমতা পরীক্ষা (চঊঞ) সফলভাবে সম্পন্ন হয়েছে। শারীরিক সক্ষমতা পরীক্ষায় অংশগ্রহণকারী চাকরি প্রত্যাশীদের ২০০ মিটার দৌঁড়, পুশ-আপ, লং জাম্প ও হাই জাম্প কার্যক্রম সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা জেলার নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার সার্বিক তত্ত্বাবধানে দ্বিতীয় দিনের এই কার্যক্রম সম্পন্ন হয়। এসময় উপস্থিত ছিলেন বোর্ডের অন্যান্য সদস্য মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. জামিনুর রহমান খান, কুষ্টিয়ার ফয়সাল মাহমুদ, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মোরশেদ আলম ও ডা. রেশমা খাতুনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আজ শনিবার তৃতীয় দিনে উত্তীর্ণ প্রার্থীদের ১৬০০ মিটার দৌঁড়, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং পরীক্ষা অনুষ্ঠিত হবে। চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে সকাল থেকে শুরু হওয়া এ কার্যক্রমে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষার্থীরা অংশ নেবেন। চলমান নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা, শৃঙ্খলা ও নিরপেক্ষতা বজায় রাখতে জেলা পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এর আগে গত বুধবার পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম যেন নির্ভুল, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত হয়, এ লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে দায়িত্বপ্রাপ্ত অফিসারদের ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়। বেলা তিনটায় জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে আয়োজিত ব্রিফিং সেশনে সভাপতিত্ব করেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা।


সভাপতির বক্তব্যে তিনি বলেছিলেন, ‘এই নিয়োগ হবে শতভাগ স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত। যারা শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অন্যান্য পরীক্ষায় ভালো করবে, শুধুমাত্র তারাই নিয়োগ পাবেন।’ তিনি আরও বলেন, ‘যেহেতু এই নিয়োগ প্রার্থীদের নিজ যোগ্যতায় হবে, তাই কোনো প্রতারক বা দালালের খপ্পরে না পড়ার জন্য প্রার্থী ও তাদের পরিবারকে সতর্ক থাকতে হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গায় পুলিশের কনস্টেবল পদে নিয়োগে দ্বিতীয় দিনের পরীক্ষা সম্পন্ন

আজ ১৬০০ মিটার দৌঁড়, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং

আপলোড টাইম : ০৮:৩৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫

‘সেবার ব্রতে চাকরি’ এই অঙ্গীকারে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ পুলিশে নতুন নিয়মে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে নিয়োগ পরীক্ষার দ্বিতীয় দিনে শারীরিক সক্ষমতা পরীক্ষা (চঊঞ) সফলভাবে সম্পন্ন হয়েছে। শারীরিক সক্ষমতা পরীক্ষায় অংশগ্রহণকারী চাকরি প্রত্যাশীদের ২০০ মিটার দৌঁড়, পুশ-আপ, লং জাম্প ও হাই জাম্প কার্যক্রম সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা জেলার নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার সার্বিক তত্ত্বাবধানে দ্বিতীয় দিনের এই কার্যক্রম সম্পন্ন হয়। এসময় উপস্থিত ছিলেন বোর্ডের অন্যান্য সদস্য মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. জামিনুর রহমান খান, কুষ্টিয়ার ফয়সাল মাহমুদ, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মোরশেদ আলম ও ডা. রেশমা খাতুনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আজ শনিবার তৃতীয় দিনে উত্তীর্ণ প্রার্থীদের ১৬০০ মিটার দৌঁড়, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং পরীক্ষা অনুষ্ঠিত হবে। চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে সকাল থেকে শুরু হওয়া এ কার্যক্রমে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষার্থীরা অংশ নেবেন। চলমান নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা, শৃঙ্খলা ও নিরপেক্ষতা বজায় রাখতে জেলা পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এর আগে গত বুধবার পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম যেন নির্ভুল, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত হয়, এ লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে দায়িত্বপ্রাপ্ত অফিসারদের ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়। বেলা তিনটায় জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে আয়োজিত ব্রিফিং সেশনে সভাপতিত্ব করেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা।


সভাপতির বক্তব্যে তিনি বলেছিলেন, ‘এই নিয়োগ হবে শতভাগ স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত। যারা শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অন্যান্য পরীক্ষায় ভালো করবে, শুধুমাত্র তারাই নিয়োগ পাবেন।’ তিনি আরও বলেন, ‘যেহেতু এই নিয়োগ প্রার্থীদের নিজ যোগ্যতায় হবে, তাই কোনো প্রতারক বা দালালের খপ্পরে না পড়ার জন্য প্রার্থী ও তাদের পরিবারকে সতর্ক থাকতে হবে।’