দর্শনা ও জীবননগরে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
- আপলোড টাইম : ০৮:৩৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
- / ১০ বার পড়া হয়েছে
জীবননগর ও দর্শনায় পুলিশের পৃথক মাদক বিরোধী অভিযানে ৭২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এসব অভিযান পরিচালিত হয়। পৃথক অভিযানে আটক দুজন হলেন- দর্শনার শান্তিপাড়া এলাকার মৃত টুকু মিয়ার ছেলে জসিম মিয়া (৪০) ও জীবননগরের আনছারবাড়ীয়া স্টেশনপাড়ার মৃত হায়দার আলীর ছেলে তপু মিয়া (৫৫)।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, জীবননগর থানার অধীন শাহাপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে আন্দুলবাড়ীয়া গ্রামের দরগা চৌরাস্তা মোড় এলাকায় অভিযান চালায়। এসময় তপু মিয়াকে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়। অন্যদিকে, একই রাত সাড়ে ১১টার দিকে দর্শনা থানার এসআই মাসুদুর রহমান পাঠানপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি জসিম মিয়াকে আটক করে। এসময় তার নিকট থেকে ৫২ পিস ইয়াবাসহ উদ্ধার হয়। দর্শনা থানার রেকর্ড অনুযায়ী, আটক জসিম মিয়ার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন আইনে ২০টিরও বেশি মামলা রয়েছে।