গাংনী উপজেলা পরিবেশক সমিতির নতুন কমিটি গঠন
- আপলোড টাইম : ০৮:৩৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
- / ১৭ বার পড়া হয়েছে
পরিবেশক ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় অক্ষুণ্ন রাখার অঙ্গীকারের মধ্য দিয়ে মেহেরপুরের গাংনী উপজেলা পরিবেশক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মাজেদুল হক মানিক সভাপতি এবং মামুনুর রশিদ রিপনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৩ সদস্যবিশিষ্ট এই নির্বাহী কমিটি গঠন করা হয়। সমিতির কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গঠন করা হয়েছে ৫ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ। গাংনী উপজেলা পরিবেশক গ্রুপ এবং গাংনী উপজেলা পরিবেশক ঐক্যর দুটি কমিটি ভেঙে দিয়ে নতুন করে পরিবেশক সমিতির এই কমিটি গঠন করা হয়। গতকাল শুক্রবার চিৎলা পাটবীজ খামারে দিনব্যাপী বনভোজন ও আলোচনা সভার মধ্যদিয়ে দুটি কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে ঐক্যবদ্ধ একটি কমিটি গঠন করা হয়।
কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন বদরুল আলম, আসাদুল আলম খোকন, মনিরুল ইসলাম, আওকাত হোসেন ও এম. সামসুজ্জামান। নির্বাহী কমিটির অন্যান্য পদের মধ্যে সহসভাপতি আব্দুর রব, মহিবুল ইসলাম পলাশ, কাওছার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ রুবেল আহম্মেদ, প্রচার সম্পাদক জালাল উদ্দিন, দপ্তর সম্পাদক আরাফাত হোসেন পিপিল, নির্বাহী সদস্য সিদ্দিকুর রহমান, আবু হেনা ও আব্দুস সামাদ লিটন। আগামী দুই বছর দায়িত্ব পালন করবে এই কমিটি।
অনুষ্ঠানে বক্তব্য দেন দুটি কমিটির সদস্যবৃন্দ। ঐক্যবদ্ধ সাংগঠনিক অবস্থানের মধ্যদিয়ে সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন সদস্যরা। অনুষ্ঠানে নবগঠিত নির্বাহী কমিটি, উপদেষ্টা পরিষদের সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়। একইসাথে উপস্থিত সাধারণ সদস্যদেরও ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন উপদেষ্টা ও নির্বাহী কমিটির সদস্যরা।