চুয়াডাঙ্গা-২ আসনে জামায়াতের ভোট কেন্দ্র পরিচালকদের নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত
- আপলোড টাইম : ০৮:৩১:০০ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
- / ১৪ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা-২ আসনে জামায়াতের ভোট কেন্দ্র পরিচালকদের নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দর্শনা থানাধীন ভোট কেন্দ্র পরিচালকদের নিয়ে দর্শনা আল-হেরা স্কুলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর দর্শনা থানা সভাপতি মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির রুহুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আগামী নির্বাচনে যদি আমাদের বিজয় আনতে হয়, তাহলে আমাদের অনেক সচেতন হতে হবে। পাড়া-মহল্লায়, চায়ের দোকান, হাট-বাজার, মাঠে-ঘাটে সব জায়গায় নির্বাচনী প্রচারণা চালাতে হবে।’
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, দর্শনা থানা জামায়াতের সহকারী সেক্রেটারি মাজহারুল ইসলাম, উলামা বিভাগের সভাপতি মাওলানা শমসের আলী, যুব বিভাগের সভাপতি জাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক সিরাজুল ইসলাম, দর্শনা পৌর জামায়াতের আমির শাহিকুল আলম অপু ও দর্শনা থানা কর্মপরিষদ সদস্য জিয়াউর রহমান।
আরও উপস্থিত ছিলেন পারকৃঞ্চপুর-মদনা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা শহিদুল ইসলাম, বেগমপুর ইউনিয়ন জামায়াতের আমির মোশাররফ হোসেন, নেহালপুর ইউনিয়ন জামায়াতের আমির লিটন মল্লিক, গড়াইটুপি ইউনিয়ন জামায়াতের আমির রাফিক, হাফেজ ইউনুস আলী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন দর্শনা থানা জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান টুকু।