শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২৫
বাড়িঘরে হামলা-ভাঙচুর, এলাকায় টহল জোরদার
- আপলোড টাইম : ০৮:৩০:২০ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
- / ১২ বার পড়া হয়েছে
ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার উমেদপুর ইউনিয়নের বিষ্ণপুর ও কেষ্টপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় যৌথ বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর অভিযোগ, গত বুধবার রাতে ইউনিয়ন পরিষদের সদস্য কপিল উদ্দিন বিশ্বাস, আব্দুল মান্নান ও শাহজাহান বিশ্বাস সমর্থকদের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক আধিপত্যের জেরে উত্তেজনার সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার উভয়পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের সরোয়ার হোসেন, রাশিদুল ইসলাম, শামীম হোসেন, বাবুল হোসেন, তোফাজ্জেল হোসেন, রফিকুল ইসলাম, বজলু হোসেন, আজম বিশ্বাস, রোকন মোল্যা, আব্দুল খালেক, আনিচ মোল্যা, আক্কাস বিশ্বাস, মনোয়ার হোসেন ও আলম মোল্যাসহ অন্তত ২৫ জন আহত হন। সংঘর্ষের সময় কপিল ও শাহজাহান বিশ্বাসের সমর্থকরা একে অপরের ঘরে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে। এতে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে, স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা ৫ আগস্টের পর থেকে দলীয় অবস্থান বদলে বিএনপিতে অনুপ্রবেশ করে এলাকায় অরাজক পরিস্থিতি তৈরি করছে। যার ফলে পুরো উপজেলাজুড়ে উত্তেজনা ও অস্থিরতা বিরাজ করছে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বলেন, ‘উমেদপুর ইউনিয়নের বিষ্ণপুর ও কেষ্টপুর গ্রামে সংঘর্ষের খবর পাওয়া মাত্রই পুলিশ ও সেনা টহল জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’