কালীগঞ্জে শিশু শিক্ষার্থীকে নৃশংসভাবে কুপিয়ে জখম
প্রতিবাদে শতাধিক গ্রামবাসীর মানববন্ধন
- আপলোড টাইম : ০৮:২৭:০৭ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
- / ১৯ বার পড়া হয়েছে
ঝিনাইদহের কালীগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী গিফারীকে কুপিয়ে জখম করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল শুক্রবার বিকালে উপজেলার রাখালগাছি ইউনিয়নের কুল্ল্যাপাড়া গ্রামে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিশু গিফারীর পরিবার ছাড়াও শতাধিক গ্রামবাসী অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমবাশে বলা হয়, বিলে মাছ ধরতে যাওয়ায় মনোহরপুর গ্রামের কে বা কারা পঞ্চম শ্রেণি পড়ুয়া শিশু গিফারীকে হত্যার উদ্দেশ্যে নিশংসভাবে কুপিয়ে জখম করলেও পুলিশ এখনো তাদের সনাক্ত করতে পারেনি। বক্তারা অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনে আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবি জানান।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, ‘ঘটনার পরপর ভুক্তভোগী গিফারীর পরিবার মামলা করেছেন। কিন্তুপুলিশ বা হলেও আসামি সনাক্ত করতে পারেননি। তবে পুলিশ সন্দিগ্ধ আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে আসামি গ্রেফতার হবে বলে আশা করেন তিনি।