ইপেপার । আজ শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

জীবননগরের দৌলৎগঞ্জে প্রস্তাবিত সুইপার কলোনির প্রতিবাদে

এলাকাবাসীর মৌন মিছিল ও মানববন্ধন

জীবননগর অফিস:
  • আপলোড টাইম : ০৮:২০:০০ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • / ১২ বার পড়া হয়েছে

জীবননগরের দৌলৎগঞ্জ পাড়ায় প্রস্তাবিত সুইপার কলোনি স্থাপনের প্রতিবাদে মৌন মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জীবননগর শহরের বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয়রা অভিযোগ করে বলেন, জীবননগর পৌরসভার বিভিন্ন স্থানে সরকারি খাসজমি থাকলেও পৌরসভার প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি)-এর নির্দেশে ৪ নম্বর ওয়ার্ডের দৌলৎগঞ্জ পাড়ায় সুইপার কলোনি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা খুবই দুঃখজনক।

তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে পৌর শহরের মাংসপট্টিতে বসবাসরত সুইপার সম্প্রদায়কে সেখান থেকে সরিয়ে নতুনভাবে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে প্রশাসন। এ জন্য দৌলৎগঞ্জ ঠাকুরতলার কালীমন্দিরের পাশের ঘনবসতিপূর্ণ এলাকায় জায়গা নির্ধারণ করা হয়। তবে এলাকাবাসীর দাবি, এই স্থানে সুইপার কলোনি গড়ে উঠলে সাধারণ মানুষের স্বাস্থ্য ও সামাজিক পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়বে।
জীবননগর পৌর বিএনপির সভাপতি ও ওয়ার্ডের বাসিন্দা শাজাহান কবির বলেন, ‘পৌরসভায় অনেক সরকারি খাসজমি থাকা সত্ত্বেও ইউএনও সাহেব দৌলৎগঞ্জের মতো ঘনবসতিপূর্ণ ও ঐতিহ্যবাহী এলাকায় সুইপার কলোনি স্থাপনের যে সিদ্ধান্ত নিয়েছেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এখানে কোনোভাবেই সুইপার কলোনি স্থাপন করতে দেওয়া হবে না। আগামী রোববার ওয়ার্ডবাসীর গণস্বাক্ষর কাগজ ইউএনও এবং জেলা প্রশাসক বরাবর দেওয়া হবে।’

এদিকে, জীবননগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দৌলৎগঞ্জ পাড়ায় যাতে সুইপার কলোনি স্থাপন না হয়, সে জন্য সকল নারী-পুরুষ একত্রিত হয়ে এই মানববন্ধনে অংশগ্রহণ করে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

জীবননগরের দৌলৎগঞ্জে প্রস্তাবিত সুইপার কলোনির প্রতিবাদে

এলাকাবাসীর মৌন মিছিল ও মানববন্ধন

আপলোড টাইম : ০৮:২০:০০ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫

জীবননগরের দৌলৎগঞ্জ পাড়ায় প্রস্তাবিত সুইপার কলোনি স্থাপনের প্রতিবাদে মৌন মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জীবননগর শহরের বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয়রা অভিযোগ করে বলেন, জীবননগর পৌরসভার বিভিন্ন স্থানে সরকারি খাসজমি থাকলেও পৌরসভার প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি)-এর নির্দেশে ৪ নম্বর ওয়ার্ডের দৌলৎগঞ্জ পাড়ায় সুইপার কলোনি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা খুবই দুঃখজনক।

তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে পৌর শহরের মাংসপট্টিতে বসবাসরত সুইপার সম্প্রদায়কে সেখান থেকে সরিয়ে নতুনভাবে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে প্রশাসন। এ জন্য দৌলৎগঞ্জ ঠাকুরতলার কালীমন্দিরের পাশের ঘনবসতিপূর্ণ এলাকায় জায়গা নির্ধারণ করা হয়। তবে এলাকাবাসীর দাবি, এই স্থানে সুইপার কলোনি গড়ে উঠলে সাধারণ মানুষের স্বাস্থ্য ও সামাজিক পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়বে।
জীবননগর পৌর বিএনপির সভাপতি ও ওয়ার্ডের বাসিন্দা শাজাহান কবির বলেন, ‘পৌরসভায় অনেক সরকারি খাসজমি থাকা সত্ত্বেও ইউএনও সাহেব দৌলৎগঞ্জের মতো ঘনবসতিপূর্ণ ও ঐতিহ্যবাহী এলাকায় সুইপার কলোনি স্থাপনের যে সিদ্ধান্ত নিয়েছেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এখানে কোনোভাবেই সুইপার কলোনি স্থাপন করতে দেওয়া হবে না। আগামী রোববার ওয়ার্ডবাসীর গণস্বাক্ষর কাগজ ইউএনও এবং জেলা প্রশাসক বরাবর দেওয়া হবে।’

এদিকে, জীবননগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দৌলৎগঞ্জ পাড়ায় যাতে সুইপার কলোনি স্থাপন না হয়, সে জন্য সকল নারী-পুরুষ একত্রিত হয়ে এই মানববন্ধনে অংশগ্রহণ করে।