জীবননগর বেনীপুরে তুচ্ছ ঘটনায় হামলায় আহত ৩
- আপলোড টাইম : ০৮:১৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
- / ৭ বার পড়া হয়েছে
জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের বেনীপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘটিত হামলায় তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন- আব্দুল মমিন, তার ছেলে আসিফ এবং স্ত্রী পাপিয়া খাতুন। গুরুতর আহত আব্দুল মমিনকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার বিকেল ৫টার দিকে।
পারিবারিক সূত্রে জানা যায়, ওইদিন শামীম মাঠে কাজ শেষে বাড়ি ফেরার সময় বেনীপুর গ্রামের ইকতার সঙ্গে তার কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে শামীমের বড় ভাই মমিন হোসেন তাকে বাড়িতে নিয়ে আসেন। পরে বিকেলে শামীম সিএনজি কিনতে তিন লাখ টাকা নিয়ে বাজারে যাচ্ছিলেন। এসময় ইকতা (২৫), রাজু (২৬), রাকিবুল ইসলাম (১৯), আজিজুল ইসলাম (৫৫), এবং ‘বড় ইলা’ নামের আরেক ব্যক্তি পথরোধ করে শামীমকে গালিগালাজ করে।
শামীমের বড় ভাই মমিন গালিগালাজ করতে নিষেধ করলে ইকতা তার হাতে থাকা বটি দিয়ে মমিনের মাথায় কোপ মারার চেষ্টা করে, তবে কোপটি তার হাতে লাগে। পরে পুনরায় তার পায়েও কোপ দেয়, ফলে মমিন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার করেন।
তথ্য অনুসন্ধানে জানা যায়, ইকতা একজন চিহ্নিত মানব পাচারকারী। তিনি মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে মানুষ পাচার করে থাকে। সীমান্ত ইউনিয়ন পরিষদের সদস্য আরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ইকতা মমিনকে কোপ মেরে গুরুতর আহত করেছে-এটা আমি শুনেছি, তবে কী কারণে হয়েছে, তা সঠিকভাবে জানি না।’
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘বেনীপুর গ্রামে যে ঘটনা ঘটেছে, সে বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’