চুয়াডাঙ্গায় জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধে ধর্মঘট
- আপলোড টাইম : ০৭:৫৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
- / ৯৭ বার পড়া হয়েছে

?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????
‘জীবাশ্ম জ্বালানি নয়, চাই নবায়নযোগ্য বিদ্যুৎ পরিকল্পনার’ দাবিতে একদল যুবক ধর্মঘট পালন করেছে। বিশ্বের বিভিন্ন দেশের মতো চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ইউনিয়নের ৬২ নম্বর আড়িয়া গ্রামে জলবায়ু ধর্মঘট পালন করেছেন জলবায়ু ও পরিবেশ কর্মীরা। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে ৬২ নম্বর আড়িয়া গ্রামে মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যালয়ের সামনে এ ধর্মঘট পালিত হয়।
জীবাশ্ম জ্বালানির ক্ষতিকর প্রভাব তুলে ধরে জলবায়ু কর্মীরা বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে হলে জ্বালানি নীতিতে নবায়নযোগ্য উৎসগুলোকে অগ্রাধিকার দিতে হবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব আজ আমাদের ভবিষ্যতের জন্য একটি বড় হুমকি। এ সংকট থেকে উত্তরণের জন্য তরুণদের ঐক্যবদ্ধ কণ্ঠস্বর এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি জরুরি।’
এসময় উপস্থিত ছিলেন মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা শাহিন সরকার, সংগঠনের সদস্য সুলতান সরকার, অনিক মাহামুদসহ কতিপয় যুবক।