ইপেপার । আজ মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে দর্শনা, হাটবোয়ালিয়া ও গাংনীতে বিক্ষোভ সমাবেশ

ইসরাইলের ওপর চাপ সৃষ্টিসহ দেশটির সব পণ্য বয়কটের আহ্বান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৫৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • / ১৪ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গার দর্শনা ও হাটবোয়লিয়া এবং মেহেরপুরের গাংনীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর পৃথক আয়োজনে এসব কর্মসূচি পালন করেন মুসল্লিরা।
দর্শনা:
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলা ও মুসলিমদের ওপর পাশবিক নির্যাতনের প্রতিবাদে দর্শনা পৌর ইমাম সমিতি ও তৌহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর দর্শনা রেলবাজার শাহরিয়ার শুভ মুক্তমঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে দর্শনা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দর্শনা বাসস্ট্যান্ডে এসে মিছিল শেষ। এসময় ট্রাফিক মোড়ে এক সংক্ষিপ্ত আলোচনার পর দোয়া অনুষ্ঠিত হয়।
দর্শনা পৌর ইমাম সমিতির সভাপতি হাজী মো. নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা শাহ আলমের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তরফদার সাবু, দর্শনা রেলবাজার জামে মসজিদের পেশ ইমাম মুফতি জুনায়েদ আল আজাদ, কেরুজ জামে মসজিদের ইমাম মাওলানা মো. শামসুজ্জোহা, মাওলানা মো. ওমর ফারুক, মাওলানা মনজুর আহমাদ, মাওলানা জুবায়ের প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ইসরাইলি পণ্য বর্জনসহ বিশ্বের মুসলিমদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই-সংগ্রামে এগিয়ে যেতে হবে। বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করা হয় এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করে গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়। ইমাম সমাজ বাংলাদেশ নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে। এ কর্মসূচি থেকে ইসরায়েলের বিরুদ্ধে তীব্র নিন্দা জানানো হয় এবং দেশটির সব পণ্য বয়কটের জোরালো আহ্বান জানানো হয়।


হাটবোয়ালিয়া:
আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় ছাত্র ও যুব সমাজের উদ্যোগে গাঁজায় ইসরাইলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে মিছিল ও ফিলিস্তিনের সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় স্বীকৃতি এবং সমর্থনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পরে হাটবোয়ালিয়া কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে হাটবোয়ালিয়া চার রাস্তার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। বক্তব্য দেন হাটবোয়ালিয়া জামে মসজিদের খতিব মাওলানা লোকমান হোসাইন, সভাপতি সেলিম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, বাজার কমিটির সাধারণ সম্পাদক জান মহাম্মদ, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক সাংবাদিক মুর্শিদ কলিন ও এইচ আর ইলেকট্রনিক্সের সত্ত্বাধিকারী আল আমিন সোহাগ।
আরও উপস্থিত ছিলেন বাজার কমিটির সভাপতি এনামুল হক শিলু, সাংবাদিক সোহেল হুদা, সাংবাদিক সেলিম রেজা, প্রাক্তন সেনা সদস্য রাইতাল হক, ব্যবসায়ী মজিবুল ইসলাম রকি, বাবলু, বখতিয়ার হোসেন, পিয়াস, তাহমিদ আল হুদা তাইফ, সাব্বির হোসেন চঞ্চল, অর্কসহ হাটবোয়ালিয়া-হাটুভাঙ্গা নগরবোয়ালিয়ার সর্বস্তরের ছাত্র-জনতা।


গাংনী:
গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত নৃশংস গণহত্যা ও হামলার প্রতিবাদে গাংনী আড়পাড়া যুব সমাজের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে আড়পাড়া বাজারে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে প্রতিবাদী নানা স্লোগান দেয়। এসময় বক্তব্য দেন আড়পাড়া বাজার মসজিদের ইমাম জাকারিয়া রুবেল, আড়পাড়া পূর্বপাড়া জামে মসজিদের ইমাম ইসমাইল হোসেন মুজাহিদ, খালপাড়া জামে মসজিদের ইমাম কারী আশরাফুল ইসলাম ও আড়পাড়া ও জালশুকা হাফিজিয়া মাদ্রাসার সুপার শফিকুল ইসলামসহ স্থানীয় এলাকাবাসী।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে দর্শনা, হাটবোয়ালিয়া ও গাংনীতে বিক্ষোভ সমাবেশ

ইসরাইলের ওপর চাপ সৃষ্টিসহ দেশটির সব পণ্য বয়কটের আহ্বান

আপলোড টাইম : ০৭:৫৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গার দর্শনা ও হাটবোয়লিয়া এবং মেহেরপুরের গাংনীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর পৃথক আয়োজনে এসব কর্মসূচি পালন করেন মুসল্লিরা।
দর্শনা:
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলা ও মুসলিমদের ওপর পাশবিক নির্যাতনের প্রতিবাদে দর্শনা পৌর ইমাম সমিতি ও তৌহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর দর্শনা রেলবাজার শাহরিয়ার শুভ মুক্তমঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে দর্শনা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দর্শনা বাসস্ট্যান্ডে এসে মিছিল শেষ। এসময় ট্রাফিক মোড়ে এক সংক্ষিপ্ত আলোচনার পর দোয়া অনুষ্ঠিত হয়।
দর্শনা পৌর ইমাম সমিতির সভাপতি হাজী মো. নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা শাহ আলমের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তরফদার সাবু, দর্শনা রেলবাজার জামে মসজিদের পেশ ইমাম মুফতি জুনায়েদ আল আজাদ, কেরুজ জামে মসজিদের ইমাম মাওলানা মো. শামসুজ্জোহা, মাওলানা মো. ওমর ফারুক, মাওলানা মনজুর আহমাদ, মাওলানা জুবায়ের প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ইসরাইলি পণ্য বর্জনসহ বিশ্বের মুসলিমদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই-সংগ্রামে এগিয়ে যেতে হবে। বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করা হয় এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করে গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়। ইমাম সমাজ বাংলাদেশ নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে। এ কর্মসূচি থেকে ইসরায়েলের বিরুদ্ধে তীব্র নিন্দা জানানো হয় এবং দেশটির সব পণ্য বয়কটের জোরালো আহ্বান জানানো হয়।


হাটবোয়ালিয়া:
আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় ছাত্র ও যুব সমাজের উদ্যোগে গাঁজায় ইসরাইলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে মিছিল ও ফিলিস্তিনের সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় স্বীকৃতি এবং সমর্থনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পরে হাটবোয়ালিয়া কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে হাটবোয়ালিয়া চার রাস্তার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। বক্তব্য দেন হাটবোয়ালিয়া জামে মসজিদের খতিব মাওলানা লোকমান হোসাইন, সভাপতি সেলিম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, বাজার কমিটির সাধারণ সম্পাদক জান মহাম্মদ, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক সাংবাদিক মুর্শিদ কলিন ও এইচ আর ইলেকট্রনিক্সের সত্ত্বাধিকারী আল আমিন সোহাগ।
আরও উপস্থিত ছিলেন বাজার কমিটির সভাপতি এনামুল হক শিলু, সাংবাদিক সোহেল হুদা, সাংবাদিক সেলিম রেজা, প্রাক্তন সেনা সদস্য রাইতাল হক, ব্যবসায়ী মজিবুল ইসলাম রকি, বাবলু, বখতিয়ার হোসেন, পিয়াস, তাহমিদ আল হুদা তাইফ, সাব্বির হোসেন চঞ্চল, অর্কসহ হাটবোয়ালিয়া-হাটুভাঙ্গা নগরবোয়ালিয়ার সর্বস্তরের ছাত্র-জনতা।


গাংনী:
গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত নৃশংস গণহত্যা ও হামলার প্রতিবাদে গাংনী আড়পাড়া যুব সমাজের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে আড়পাড়া বাজারে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে প্রতিবাদী নানা স্লোগান দেয়। এসময় বক্তব্য দেন আড়পাড়া বাজার মসজিদের ইমাম জাকারিয়া রুবেল, আড়পাড়া পূর্বপাড়া জামে মসজিদের ইমাম ইসমাইল হোসেন মুজাহিদ, খালপাড়া জামে মসজিদের ইমাম কারী আশরাফুল ইসলাম ও আড়পাড়া ও জালশুকা হাফিজিয়া মাদ্রাসার সুপার শফিকুল ইসলামসহ স্থানীয় এলাকাবাসী।