ইপেপার । আজ শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

মেহেরপুর সীমান্তে বিজিবি ও বিএসএফের কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ

সীমান্তকে অধিক সুসংহত ও কার্যকরি করার লক্ষে ঐক্যমত

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:৩৩:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
  • / ১৮ বার পড়া হয়েছে


চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এবং ৫৬ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে কমান্ডার পর্যায়ে সীমান্ত সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা ১১টা থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা মেহেরপুর সদর থানার অন্তর্গত ইছাখালি সীমান্ত এলাকার মেইন পিলার ১২৪ এর নিকট শূন্য রেখা বরাবর এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বিজিবির পক্ষে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান স্টাফ অফিসারসহ ৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। অপর পক্ষে বিএসএফের পক্ষে ৫৬ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী বিনয় কুমার তাঁর স্টাফ অফিসারসহ ৮ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

সৌজন্য সাক্ষাতের শুরুতে উভয় পক্ষ ঈদুল ফিতর পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময়ের পর উভয় ব্যাটালিয়ন কমান্ডার সীমান্ত এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ, যৌথ টহল তৎপরতা জোরদারকরণ এবং গোয়েন্দা নজরদারির বিষয়সমূহে বিস্তারিত আলোচনা করেন। সীমান্তকে অধিক সুসংহত ও কার্যকরি করার লক্ষে বিজিবি-বিএসএফ যৌথভাবে কার্যক্রম পরিচালনার বিষয়ে ব্যাটালিয়ন কমান্ডারগণ একমত পোষণ করেন। এছাড়া সীমান্তে দায়িত্ব পালনের ক্ষেত্রে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা ও সীমান্ত সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ ঘটনার তাৎক্ষণিক তথ্য আদান-প্রদানের বিষয়ে উভয় ব্যাটালিয়ন কমান্ডারগণ সম্মত হন।

সৌজন্য সাক্ষাৎ শেষে উভয় ব্যাটালিয়ন কমান্ডার মেইন পিলার ১২৪-সহ তৎসংলগ্ন সীমান্ত পিলারসমূহ যৌথভাবে পায়ে হেঁটে পরিদর্শন করেন। এসময় তাদের পক্ষের স্টাফ অফিসারসহ সংশ্লিষ্ট কোম্পানি কমান্ডারেরা উপস্থিত ছিলেন। পরে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করে আন্তরিক ও সদ্ভাবপূর্ণ পরিবেশে এই সৌজন্য সাক্ষাৎ শেষ হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

মেহেরপুর সীমান্তে বিজিবি ও বিএসএফের কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ

সীমান্তকে অধিক সুসংহত ও কার্যকরি করার লক্ষে ঐক্যমত

আপলোড টাইম : ০৯:৩৩:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫


চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এবং ৫৬ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে কমান্ডার পর্যায়ে সীমান্ত সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা ১১টা থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা মেহেরপুর সদর থানার অন্তর্গত ইছাখালি সীমান্ত এলাকার মেইন পিলার ১২৪ এর নিকট শূন্য রেখা বরাবর এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বিজিবির পক্ষে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান স্টাফ অফিসারসহ ৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। অপর পক্ষে বিএসএফের পক্ষে ৫৬ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী বিনয় কুমার তাঁর স্টাফ অফিসারসহ ৮ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

সৌজন্য সাক্ষাতের শুরুতে উভয় পক্ষ ঈদুল ফিতর পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময়ের পর উভয় ব্যাটালিয়ন কমান্ডার সীমান্ত এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ, যৌথ টহল তৎপরতা জোরদারকরণ এবং গোয়েন্দা নজরদারির বিষয়সমূহে বিস্তারিত আলোচনা করেন। সীমান্তকে অধিক সুসংহত ও কার্যকরি করার লক্ষে বিজিবি-বিএসএফ যৌথভাবে কার্যক্রম পরিচালনার বিষয়ে ব্যাটালিয়ন কমান্ডারগণ একমত পোষণ করেন। এছাড়া সীমান্তে দায়িত্ব পালনের ক্ষেত্রে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা ও সীমান্ত সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ ঘটনার তাৎক্ষণিক তথ্য আদান-প্রদানের বিষয়ে উভয় ব্যাটালিয়ন কমান্ডারগণ সম্মত হন।

সৌজন্য সাক্ষাৎ শেষে উভয় ব্যাটালিয়ন কমান্ডার মেইন পিলার ১২৪-সহ তৎসংলগ্ন সীমান্ত পিলারসমূহ যৌথভাবে পায়ে হেঁটে পরিদর্শন করেন। এসময় তাদের পক্ষের স্টাফ অফিসারসহ সংশ্লিষ্ট কোম্পানি কমান্ডারেরা উপস্থিত ছিলেন। পরে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করে আন্তরিক ও সদ্ভাবপূর্ণ পরিবেশে এই সৌজন্য সাক্ষাৎ শেষ হয়।