ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

চুয়াডাঙ্গায় স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগে মামলা

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:৩১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
  • / ২১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় পঞ্চম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে খায়রুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার এ অভিযোগে তার বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ছাত্রের নানা। এ ঘটনায় অভিযুক্তকে আটক করতে না পারলেও অভিযান অব্যহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্ত খায়রুল ইসলাম (৪০) চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহটি গ্রামের মৃত আওলাদ আলীর ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী স্কুলছাত্র (১৩) তার নানা-নানীর সাথে হাজরাহাটি গ্রামে বসবাস করে। গত বুধবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে এক বন্ধুর সাথে হাজরাহাটি বাজারে ওষুধ কিনতে যায় ওই স্কুলছাত্র। সেখান থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্ত খায়রুল ইসলাম পাওনা টাকা আনার কথা বলে ওই স্কুলছাত্রকে নিজের বাইসাইকেলে করে হাজরাহাটি হাজী মোড়ে নিয়ে যান। পরে সেখান থেকে কৌশলে পাার্শ্ববর্তী বাঁশবাগানে নিয়ে ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক বলাৎকার করে। পরে রাত সাড়ে ৯টার দিকে ভুক্তভোগী ওই স্কুলছাত্র কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে তার নানীকে সব জানায়। এ ঘটনায় পরদিন গতকাল বৃহস্পতিবার ভুক্তভোগী ওই স্কুলছাত্রের নানা বাদী হয়ে অভিযুক্ত খায়রুল ইসলামের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেন।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, স্কুলছাত্র বলাৎকারের ঘটনায় মামলা রুজু করা হয়েছে। আদালতে ভুক্তভোগী জবানবন্দি দিয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গায় স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগে মামলা

আপলোড টাইম : ০৯:৩১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

চুয়াডাঙ্গায় পঞ্চম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে খায়রুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার এ অভিযোগে তার বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ছাত্রের নানা। এ ঘটনায় অভিযুক্তকে আটক করতে না পারলেও অভিযান অব্যহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্ত খায়রুল ইসলাম (৪০) চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহটি গ্রামের মৃত আওলাদ আলীর ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী স্কুলছাত্র (১৩) তার নানা-নানীর সাথে হাজরাহাটি গ্রামে বসবাস করে। গত বুধবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে এক বন্ধুর সাথে হাজরাহাটি বাজারে ওষুধ কিনতে যায় ওই স্কুলছাত্র। সেখান থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্ত খায়রুল ইসলাম পাওনা টাকা আনার কথা বলে ওই স্কুলছাত্রকে নিজের বাইসাইকেলে করে হাজরাহাটি হাজী মোড়ে নিয়ে যান। পরে সেখান থেকে কৌশলে পাার্শ্ববর্তী বাঁশবাগানে নিয়ে ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক বলাৎকার করে। পরে রাত সাড়ে ৯টার দিকে ভুক্তভোগী ওই স্কুলছাত্র কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে তার নানীকে সব জানায়। এ ঘটনায় পরদিন গতকাল বৃহস্পতিবার ভুক্তভোগী ওই স্কুলছাত্রের নানা বাদী হয়ে অভিযুক্ত খায়রুল ইসলামের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেন।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, স্কুলছাত্র বলাৎকারের ঘটনায় মামলা রুজু করা হয়েছে। আদালতে ভুক্তভোগী জবানবন্দি দিয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।