কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সেক্রেটারি শাহেদ বিশ্বাস আর নেই
- আপলোড টাইম : ০৯:২৪:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
- / ৩৮ বার পড়া হয়েছে
দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহেদ বিশ্বাস হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মুজিবনগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। শাহেদ বিশ্বাস কুতুবপুর গ্রামের মৃত ময়েন বিশ্বাসের ছেলে।
জানা যায়, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রামের মৃত ময়েন বিশ্বাসের ছেলে শাহেদ বিশ্বাস কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। গতকাল শাহেদ বিশ্বাস হৃদরোগে আক্রান্ত হলে পরিবারের লোকজন তাকে মুজিবনগর হাসপাতালে ভর্তি করেন। পরে রাতে তার মৃত্যু হয়। শাহেদ বিশ্বাসের মৃত্যুতে দামুড়হুদা উপজেলা বিএনপি, উপজেলা যুবদল ও বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন