সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার
ভারতে অনুপ্রবেশের সময় ৯ বাংলাদেশি আটক
- আপলোড টাইম : ০৭:১৭:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
- / ১৪ বার পড়া হয়েছে
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অভিযানে বিপুল পরিমাণ কোকেন উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে এই সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) একটি টহল দল হাবিলদার মো. শহর আলীর নেতৃত্বে কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে রাজশাহী হতে খুলনাগামী কপোতাক্ষ ট্রেনের ঙ-বগিতে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১ দশমিক ৬১৫ কেজি কোকেন উদ্ধার করে।
এছাড়া পৃথক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বেলা ১১টার দিকে গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা গোয়ালপাড়া গ্রামের আমবাগানের মধ্যে হাবিলদার মো. কামরুল হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে আসামিবিহীন ৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এছাড়া বেলা ২টার দিকে উথলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা ধোপাখালী এবং মনোহরপুর গ্রামের মধ্যস্থলে নায়েক মো. নজরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে আসামিবিহীন ২৭৫ পিস ভারতীয় কসমেটিক উদ্ধার করা হয়।
অপর দিকে, গত বুধবার খোসালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা খোশালপুর গ্রামের মাঠের ভুট্টা খেতের মধ্যে নায়েক মো. মখির মুন্সীর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে বাংলাদেশি নাগরিক (ধুর) ৩ জনকে আটক করা হয়। তাদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার শাখার প্রতিনিধির নিকট সোপর্দ করা হয়েছে। একই দিন পলিয়ানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা পলিয়ানপুর গ্রামের মো. তৈয়ব আলীর তুলা বাগানের মধ্যে নায়েব সুবেদার মো. সাইফুল ইসলামের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে বাংলাদেশি নাগরিক (ধুর) ৬ জন আটক করা হয়। তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।