বেগমপুরে ছাত্রীকে মেরে মাথা ফাটিয়ে দিলেন প্রধান শিক্ষক
- আপলোড টাইম : ০৯:২১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
- / ৩১ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের শৈলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেনের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে লাঠি দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিক্ষকের বিচার দাবিতে ফুঁসে উঠেছে গ্রামবাসী। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার শৈলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ক্লাস নিতে যান প্রধান শিক্ষক জাকির হোসেন। এসময় ক্লাসে পড়া ধরলে জান্নাতুল নামের এক শিক্ষার্থী পড়া না পারলে প্রধান শিক্ষক জাকির হোসেন তার হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে জান্নাতুলের মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে।
এসময় পুরো ক্লাসজুড়ে আতঙ্ক সৃষ্টি হলে অন্যান্য শিক্ষার্থীরা চিৎকার-চেঁচামেচি করে ছুটোছুটি শুরু করে। শিক্ষার্থীদের চিৎকার শুনে স্কুলের নিকটবর্তী বসতবাড়ি থেকে মানুষজন ছুটে এসে আহত ছাত্রী জান্নাতুলকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের নিকট নিয়ে যায়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় প্রধান শিক্ষক জাকির হোসেনের শাস্তির দাবি করেছে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারসহ গ্রামবাসী। এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক জাকির হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘ভুল করে এমনটি হয়ে গেছে। আমি বুঝতে পারিনি।’