মেহেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি
- আপলোড টাইম : ০৮:৪৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
- / ১৮ বার পড়া হয়েছে
মেহেরপুর শহরে এক স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণের ঘটনা ঘটেছে। সে বর্তমানে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত মঙ্গলবার দুপুরের দিকে ঘটনা ঘটলেও গতকাল বৃহস্পতিবার ঘটনাটি প্রকাশ পায়। এদিকে, অভিযুক্ত একই এলাকার মোশারফ হোসেন ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।
জানা গেছে, ওই কিশোরী বাড়িতে বসে ব্যাগ তৈরির কাজ করছিল। এসময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে প্রতিবেশী নুরন্নেশার ছেলে মোশাররফ হোসেন তার বাড়িতে প্রবেশ করে ধর্ষণ করেন। তিনি বিষয়টি কাউকে না জানানোর জন্য ওই কিশোরীকে ভয়-ভীতি প্রদর্শন কনের। তবে গত বুধবার শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার মা তাকে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনাটি মাকে জানায়। পরে বৃহস্পতিবার ভোরের দিকে তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।