মেহেরপুরে ১০৭টি মোবাইল এবং ৬ লাখ ৭ হাজার টাকা উদ্ধার
- আপলোড টাইম : ০৮:৪৩:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
- / ১৬ বার পড়া হয়েছে
মেহেরপুর জেলা পুলিশেরে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গত ফেব্রুয়ারি ও মার্চ মাসে জিডি মূলে ১০৭টি মোবাইল এবং মোবাইল ব্যাংকিংয়ে থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া এবং ভুলক্রমে পাঠানো ৬ লাখ ৭ হাজার টাকা উদ্ধার করে তা মূল মালিকদের হাতে হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয় চত্বরে মূল মালিকদের হাতে এসব মোবাইল ও টাকা হস্তান্তর করেন মেহেরপুরের পুলিশ সুপার মাকসুদা আখতার খানম।
এদিন মেহেরপুর সদর উপজেলার ৬১টি, গাংনী উপজেলার ১৬টি এবং মুজিবনগর উপজেলার ৩০টিসহ ১০৭ টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। এছাড়া মেহেরপুর সদর উপজেলা এলাকার প্রতারণার মাধ্যমে আত্মসাৎকৃত ৫ লাখ ১৭ হাজার টাকা এবং ভুলক্রমে যাওয়া ৯০ হাজার টাকা প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন মেহেরপুরের অতিরিক্ত পুলিশ (সুপার সদর সার্কেল) আব্দুল করিম, মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি গোপাল প্রমুখ।