চুয়াডাঙ্গা জেলা যুবদল নেতা জাহিন বহিষ্কার, বিবৃবিতে যা বললেন
- আপলোড টাইম : ০৮:১৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
- / ৪৯ বার পড়া হয়েছে
পেশিশক্তি প্রদর্শনপূর্বক জনমনে ভীতি সৃষ্টির মাধ্যমে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চুয়াডাঙ্গা জেলা যুবদলের সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহিন শেখকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে যুবদলের নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা বহিষ্কারাদেশের চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
জানা গেছে, যুবদলের নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন জাহিন শেখকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন। চিঠিতে বলা হয়েছে, বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনীকে ওই বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার অনুরোধ করা হয়।
এদিকে, বহিষ্কার আদেশ প্রত্যাহার ও তদন্তের দাবিতে গণমাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন জাহিন শেখ। তিনি বলেন, ‘একটি অস্পষ্ট অভিযোগের ভিত্তিতে, যথাযথ তদন্ত না করে এবং কোনো রকম আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই বহিষ্কার করায় আমি হতাশ। বিগত দিনে স্বৈরাচার হাসিনার শাসনামলে আমি বহুবার নির্যাতিত এবং বহু মামলার মিথ্যা আসামি। স্বৈরাচারের পতন ঘটেছে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে, তারপরও আমাকে মিথ্যা ভিত্তিহীন একটি অডিও কল রেকর্ডের মাধ্যমে বহিষ্কার করা হয়েছে। উক্ত কল রেকর্ডটি আমার নয়। আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আমি মনে করি, চুয়াডাঙ্গা জেলা বিএনপির মূলধারার বাইরের নামধারী স্বার্থন্বেষী মহল এই হীন কর্মের সাথে জড়িত। এই বিষয়ে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করছি। একই সাথে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে বা যারা উক্ত কুকর্মের সাথে জড়িত, অতিসত্তর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন এবং প্রকৃত সত্য জনসম্মুখে প্রকাশ করেন।