দামুড়হুদায় ফাইল হাতে এসএসসি পরিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে প্রশংসিত ইউএনও তিথি মিত্র
- আপলোড টাইম : ০৩:১৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
- / ৫৫ বার পড়া হয়েছে
আজ বৃহস্পতিবার সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরিক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে । তারই ধারাবাহিকতায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতিবন্ধী ও অস্বচ্ছল পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেওয়া এবং তাদেরকে পরীক্ষার প্রয়োজনীয় সরঞ্জামাদি উপহার প্রদান করেছেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র। গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রতিবন্ধী ও অস্বচ্ছল এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে সার্বিক খোঁজ নেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাফিজুল ইসলাম, দামুড়হুদা উপজেলা সমাজসেবা অফিসার তোফাজ্জল হক, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসের নাজির আশরাফুল হক প্রমুখ। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন উদ্যোগে সর্বমহলে সুখ্যাতি অর্জন করেছেন। তার এই ব্যতিক্রমী উদ্যোগ হাসি ফুটিয়েছে শিক্ষার্থীদের মুখে।
দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র বলেন, দামুড়হুদা উপজেলার অনেক অসহায় ও অস্বচ্ছল এসএসসি, সমমানের পরীক্ষার্থীদের খোঁজ খবর নেয়া হয়েছে যা আমার দায়িত্ববোধ ও কর্তব্য। এসময় তাদের কে সামান্য কিছু পরীক্ষার সরঞ্জামাদী উপহার দেয়া হয়েছে। তাদের খোঁজ খবর নিয়ে পাশে দাঁড়াতে পেরে এক অন্য রকম অনুভূতি সঞ্চয় করেছি। মানুষ যে অল্প তেই অনেক খুশি হয় তা তাদের পাশে না দাঁড়ালে বুঝতেও পারতাম না।।