শিরোনাম:
দামুড়হুদায় মামলার এজাহারভুক্ত আসামি জিহাদ আটক
সমীকরণ প্রতিবেদক:
- আপলোড টাইম : ১১:২১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
- / ১৭ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় উপজেলার কোমরপুর গ্রামে ভুট্টা কাটা নিয়ে দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি জিহাদ ওরফে জিহানকে (৪২) আটক করেছে দামুড়হুদা মডেল থানার পুলিশ। তিনি মৃত মেয়ে আলীর ছেলে। গতকাল বুধবার রাত ৯টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ মার্চ কোমরপুর গ্রামে ভুট্টা কেটে নেওয়ার ঘটনায় দামুড়হুদা মডেল থানায় একটি মামলা (নম্বর-১১, তারিখ: ২৮/০৩/২৫) দায়ের হয়। মামলার পরিপ্রেক্ষিতে দামুড়হুদা মডেল থানার এসআই সিহাব সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল রাতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
এসআই সিহাব জানান, বৃহস্পতিবার তাকে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হবে।
ট্যাগ :