দামুড়হুদায় বিষপানে বৃদ্ধর আত্মহত্যা
- আপলোড টাইম : ১১:২০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
- / ৭৯ বার পড়া হয়েছে
দামুড়হুদা উপজেলা সদরে আনসার ফারুক (৬০) নামের এক বৃদ্ধ বিষপানে আত্মহত্যা করেছেন। তিনি একই এলাকার মৃত হাজি মনসুর আলী মাস্টারের ছেলে। জানা গেছে, গতকাল বুধবার সকাল ১০টার দিকে পরিবারের অজান্তে আনসার ফারুক ঘাস মারা বিষপান করেন। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়ায় নেওয়ার পথে বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘আনসার ফারুক নামের একজন বিষপান করে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় মডেল থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’