ইপেপার । আজ শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

চুয়াডাঙ্গায় জামায়াতের ১ নম্বর আসন কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১১:১৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • / ১৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা জামায়াতে ইসলামীর ১ নম্বর আসন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল পাঁচটায় জামায়াতের পৌর কার্যালয়ে চুয়াডাঙ্গা জেলা ১ নম্বর আসনের পরিচালক নূর মোহাম্মদ টিপুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘১ নম্বর আসনের প্রতিটি ভোটকেন্দ্রে অন্তত ৮টি ইউনিট থাকতে হবে। নির্বাচন পরিচালকদের মাধ্যমে আমাদের সকল জনশক্তিকে কাজে লাগিয়ে প্রত্যেক মানুষের কাছে ইসলামের সঠিক দাওয়াত পৌঁছে দিতে হবে।’ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নম্বর আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল।

এছাড়া উপস্থিত ছিলেন-জামায়াতের চুয়াডাঙ্গা জেলা কর্মপরিষদের সদস্য আলতাফ হোসেন, দারুস সালাম, চুয়াডাঙ্গা পৌর আমির অ্যাড. হাসিবুল ইসলাম, আলমডাঙ্গা পৌর আমির মাহের আলী, জেলা সেক্রেটারি মাওলানা মুসলিম উদ্দিন, আলমডাঙ্গা উপজেলা সেক্রেটারি মামুন রেজা, চুয়াডাঙ্গা সদর উপজেলা সেক্রেটারি গোলাম রসুল, চুয়াডাঙ্গা পৌর সেক্রেটারি মোস্তফা কামাল, গাংনী-আসমানখালী সাংগঠনিক থানা সেক্রেটারি কামরুল হাসান সোহেল এবং ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা আমিরুল ইসলাম। সভায় আরও উপস্থিত ছিলেন ১ নম্বর আসনের আওতাধীন উপজেলা, থানা ও পৌর শাখার নির্বাচন পরিচালকবৃন্দ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গায় জামায়াতের ১ নম্বর আসন কমিটির সভা

আপলোড টাইম : ১১:১৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

চুয়াডাঙ্গা জামায়াতে ইসলামীর ১ নম্বর আসন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল পাঁচটায় জামায়াতের পৌর কার্যালয়ে চুয়াডাঙ্গা জেলা ১ নম্বর আসনের পরিচালক নূর মোহাম্মদ টিপুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘১ নম্বর আসনের প্রতিটি ভোটকেন্দ্রে অন্তত ৮টি ইউনিট থাকতে হবে। নির্বাচন পরিচালকদের মাধ্যমে আমাদের সকল জনশক্তিকে কাজে লাগিয়ে প্রত্যেক মানুষের কাছে ইসলামের সঠিক দাওয়াত পৌঁছে দিতে হবে।’ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নম্বর আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল।

এছাড়া উপস্থিত ছিলেন-জামায়াতের চুয়াডাঙ্গা জেলা কর্মপরিষদের সদস্য আলতাফ হোসেন, দারুস সালাম, চুয়াডাঙ্গা পৌর আমির অ্যাড. হাসিবুল ইসলাম, আলমডাঙ্গা পৌর আমির মাহের আলী, জেলা সেক্রেটারি মাওলানা মুসলিম উদ্দিন, আলমডাঙ্গা উপজেলা সেক্রেটারি মামুন রেজা, চুয়াডাঙ্গা সদর উপজেলা সেক্রেটারি গোলাম রসুল, চুয়াডাঙ্গা পৌর সেক্রেটারি মোস্তফা কামাল, গাংনী-আসমানখালী সাংগঠনিক থানা সেক্রেটারি কামরুল হাসান সোহেল এবং ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা আমিরুল ইসলাম। সভায় আরও উপস্থিত ছিলেন ১ নম্বর আসনের আওতাধীন উপজেলা, থানা ও পৌর শাখার নির্বাচন পরিচালকবৃন্দ।