১৯ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে সারাদেশে আজ শুরু হচ্ছে এসএসসি সমমানের পরীক্ষা
চুয়াডাঙ্গা জেলার ৩৯টি কেন্দ্রে পরীক্ষায় বসছে ১২ হাজার শিক্ষার্থী
- আপলোড টাইম : ০৮:৪৮:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
- / ৪২ বার পড়া হয়েছে
এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আজ। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত। এ পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছেন ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন শিক্ষার্থী। সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার। শিক্ষা বোর্ডগুলোর প্রকাশিত সময়সূচি অনুযায়ী- প্রথম দিনে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাদরাসা বোর্ডের অধীন কোরআন মাজিদ ও তাজবিদ এবং কারিগরি বোর্ডের বাংলা-২ (দাখিল ও ভোকেশনাল) পরীক্ষা হবে। ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। এর মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ ও ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। ৯টি বোর্ডে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২ হাজার ২৯১টি। ১৮ হাজার ৮৪টি স্কুলের শিক্ষার্থীরা এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। তাদের মধ্যে ছাত্র ১ লাখ ৫০ হাজার ৮৯৩ ও ছাত্রী ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৭২৫টি। পরীক্ষায় অংশ নিচ্ছে ৯ হাজার ৬৩টি মাদরাসার শিক্ষার্থীরা। এছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ জন এবং ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।
এদিকে, সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গায়ও এসএসসি সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ। পরীক্ষায় মোট ২৯টি কেন্দ্র/ভেন্যুতে মোট ১২ হাজার ১১৪ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করার কথা রয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য জেলা ও উপজেলা পর্যায়ে সকল কোচিং সেন্টার ও ফটোকপি মেশিন বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২৫ সালের এসএসসি/এসএসসি ভোকেশনাল/দাখিল/দাখিল ভোকেশনাল পরীক্ষায় মোট ১২ হাজার ১১৪ ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করার কথা রয়েছে। এর মধ্যে এসএসসি পরীক্ষায় ২৯টি কেন্দ্র/ভেন্যুতে ৯ হাজার ৪৫৫ জন, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল ৫টি কেন্দ্রে ১ হাজার ৬৩৮ পরীক্ষার্থী এবং দাখিল ৫টি কেন্দ্রে ১ হাজার ১২১ পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা রয়েছে।
এসএসসি সমমানের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ উপললক্ষে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের জন্য জেলায় ৪টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। এছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। পরীক্ষা গ্রহণের সাথে সরাসরি জড়িত নয়, এমন কেউ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষার হলে সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণের জন্য ৩২ থেকে ৪০ জনের জন্য ২ জন কক্ষ পরিদর্শক নিয়োজিত থাকবেন।
প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে বাধ্যতামূলকভাবে সিসি ক্যামেরা এবং প্রতিটি কক্ষে দেওয়াল ঘড়ি স্থাপন করতে হবে। প্রতিটি ৬ ফুট বেঞ্চে ২ জন করে জেড আকারে পরীক্ষার্থী বসানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরীক্ষার হলে সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর করা যাবে। কেন্দ্র সচিব ব্যতিত কোনো ব্যক্তি/পরীক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। পরীক্ষার হলে ফ্যান ও বাল্ব সচল রাখতে হবে। পরীক্ষা কেন্দ্রের অভ্যন্তরে ও বাইরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে।
চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১০২৫ জন, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮৯৯ জন, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৩২ জন ও সাদেমাননেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৫২৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা রয়েছে। আলমডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৭১ জন, আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ১২০৮ জন, মুন্সিগঞ্জ একাডেমি ও মুন্সিগঞ্জ বালিকা বিদ্যালয় কেন্দ্রে মোট ৫৬২ জন, হাটবোয়ালিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও হাটবোয়ালিয় মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৬০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা রয়েছে। দামুড়হুদা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৩৬ জন, দামুড়হুদা পাইলট গার্লস হাইস্কুল কেন্দ্রে ৪৩৬ জন, দর্শনা মেমনগর বিডি হাইস্কুল কেন্দ্রে ৩৪৭ জন, দর্শনা বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৩২০ জন, কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় ও কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে মোট ৫৫২ জন পরীক্ষার্থী রয়েছে।
জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ২০২ জন, জীবননগর থানা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ২৩২ জন, আন্দুলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় ও আন্দুলবাড়িয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে মোট ৩৪৯ জন, হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয় ও হাসাদাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে মোট ২৬০ জন, উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ১৫৯ জন ও মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ২৪০ জন পরীক্ষার্থী রয়েছে।
এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৩০৫ জন, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩০২ জন, আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ২৪৫ জন, দামুড়হুদা পাইলট গার্লস স্কুল কেন্দ্রে ৩১০ জন ও জীবননগর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৪৭৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা রয়েছে। দাখিল পরীক্ষা কেন্দ্রে চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসায় ২৪৮ জন, আলমডাঙ্গা আলিম মাদ্রাসায় ২৫০ জন, দামুড়হুদা ডিএস দাখিল মাদ্রাসায় ১৯৩ জন, কার্পাসডাঙ্গা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ১৫৯ জন এবং জীবননগর ফাজিল মাদ্রাসায় ২৭১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা রয়েছে।