ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে
জীবননগর ও মেহেরপুরে ব্যবসায়ীদের মানববন্ধন
- আপলোড টাইম : ০৮:২৮:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
- / ১৯ বার পড়া হয়েছে
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ও গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যা বন্ধ এবং ইসরায়েলের পণ্য বর্জনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার ব্যবসায়ীরা। গতকাল বুধবার বিকেল চারটায় জীবননগর বাসস্ট্যান্ড চত্বরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জীবননগর বাজারের কাপড় ব্যবসায়ীদের আয়োজনে অনুষ্ঠিত এই মিছিলে উপজেলার কয়েক শতাধিক মানুষ একাত্মতা প্রকাশ করে। এতে অংশ নেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। এসময় ‘ফিলিস্তিন মুক্তি পাক, ইসরায়েল নিপাত যাক’, ‘ইনকিলাব ইনকিলাব, আল-আকসা জিন্দাবাদ’সহ নানা স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা।
জীবননগর উপজেলা যুবদলের আহ্বায়ক ও সীমান্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন বলেন, ‘গাজায় নিরীহ শিশু, নারী এবং সাধারণ মানুষের ওপর যে নৃশংসতা চালানো হচ্ছে, তা শুধু একটি রাজনৈতিক সংকট নয়-এটি এক চরম মানবিক ও নৈতিক সংকট। এমনকি যুদ্ধবিরতি লঙ্ঘন, মানবিক করিডোরে হামলা এবং জরুরি স্বাস্থ্যসেবা কাঠামো ধ্বংসের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড সভ্যতার চরম অবক্ষয়।’
তিনি আরও বলেন, ‘চুয়াডাঙ্গা জেলার সাধারণ মানুষ গাজা উপত্যকায় চলমান অমানবিক সহিংসতা, নির্বিচার হত্যা, বোমাবর্ষণ, রাসায়নিক হামলা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে। বিক্ষোভ মিছিলে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত থেকে বক্তব্য দেন। বক্তারা বলেন, ‘এই বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হতে, সংগঠিত হতে এবং কার্যকর অবস্থান নিতে আমরা নৈতিকভাবে একতাবদ্ধ। শুধুমাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানানোই যথেষ্ট নয়-এখন সময় এসেছে রাস্তায় দাঁড়াবার, কণ্ঠে কণ্ঠ মিলিয়ে মানবতার পক্ষে আওয়াজ তোলার।’
এদিকে, গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলের বর্বরতা ও ধ্বংসযজ্ঞের হামলার প্রতিবাদে দোকানপাট বন্ধ কর্মসূচিসহ মানববন্ধন করেছেন মেহেরপুরের ব্যবসায়ীরা। গতকাল বুধবার তারা এই মানববন্ধন করেন। মেহেরপুর বড় বাজার ও ছোট বাজার ব্যবসায়ী সমিতি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে মানববন্ধনে অংশ নেন। মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপু জানান, ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বুধবার সকাল থেকে বেলা সাড়ে ১০টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ জানানো হয়।
এদিকে গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে দোকানপাট বন্ধ কর্মসূচিসহ মানববন্ধন করেছে মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতি। বুধবার সকালে মেহেরপুর শহরের হোটেল বাজার মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক শামীমুল ইসলামের নেতৃত্বে মানববন্ধনে কর্মসূচিতে বক্তারা বলেন, ইসরাইল যে বর্বরোচিত হামলার মাধ্যমে নারী, শিশু এবং মুসলিম ভাই-বোনদের হত্যার তীব্র নিন্দা ও ধিক্কার জানাই সদস্য সচিব তৌফিক, সদস্য হাসেম আলী, মামুনুর রশিদ, সালাউদ্দিন আহমেদ ভোলা, আব্দুস সাত্তার মুক্তা প্রমুখ।