ইপেপার । আজ শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

টেন্ডারে অংশ নেয়ায় যুবককে পেটালেন কৃষক দল নেতা

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ০৮:১৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • / ৩৩ বার পড়া হয়েছে

ঝিনাইদহের কালীগঞ্জে উন্মুক্ত দরপত্রের লটারিতে যোগ দেওয়ায় রাসেল রানা নামের এক যুবককে মারধরের ঘটনা ঘটেছে। মারধর করার অভিযোগ উঠেছে উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী রাসেল রানা কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

লিখিত অভিযোগে ভুক্তভোগী রাসেল রানা উল্লেখ করেন, বুধবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে মথনপুর মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের পুকুর উন্মুক্ত দরপত্র অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রাসেল রানা। উন্মুক্ত দরপত্র অনুষ্ঠান শেষ করে উপজেলা পরিষদের সভাকক্ষ থেকে বের হয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনে পৌঁছালে কয়েকজন তার ওপর হামলা চালায়। এসময় কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিনসহ তার লোকজন রাসেল রানাকে মারধর করে।

হামলায় আহত রাসেল রানা জানান, মথনপুর মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের পুকুরের উন্মুক্ত দরপত্রের শিডিউল কিনেছিলাম। বুধবার ছিল উন্মুক্ত দরপত্রের লটারি। লটারি শেষ করে বাড়ি ফেরার পথে উপজেলার ভেতরেই আমার ওপর হামলা চালায় জালাল, শাহীন ও টিটন। এভাবে উপজেলার ভেতরে হামলার স্বীকার হলে মানুষ কোথায় নিরাপত্তা পাবে। এ ঘটনায় দোষীদের শাস্তি দাবি করছি।
এ বিষয়ে উপজেলা কৃষ কদলের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি এসবের কিছুই জানি না। উপজেলায় সিসি ক্যামেরা আছে। ফুটেজ দেখলে বুঝা যাবে আমি ঘটনায় জড়িত কিনা।’ কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেদারুল ইসলাম বলেন, সকালে একটি স্কুলের পুকুরের উন্মুক্ত দরপত্রের লটারি অনুষ্ঠিত হয়। এরপর নিচে একজনকে মারধর করা হয়েছে বলে শুনেছি। এ ঘটনায় একটি লিখিত পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

টেন্ডারে অংশ নেয়ায় যুবককে পেটালেন কৃষক দল নেতা

আপলোড টাইম : ০৮:১৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

ঝিনাইদহের কালীগঞ্জে উন্মুক্ত দরপত্রের লটারিতে যোগ দেওয়ায় রাসেল রানা নামের এক যুবককে মারধরের ঘটনা ঘটেছে। মারধর করার অভিযোগ উঠেছে উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী রাসেল রানা কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

লিখিত অভিযোগে ভুক্তভোগী রাসেল রানা উল্লেখ করেন, বুধবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে মথনপুর মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের পুকুর উন্মুক্ত দরপত্র অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রাসেল রানা। উন্মুক্ত দরপত্র অনুষ্ঠান শেষ করে উপজেলা পরিষদের সভাকক্ষ থেকে বের হয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনে পৌঁছালে কয়েকজন তার ওপর হামলা চালায়। এসময় কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিনসহ তার লোকজন রাসেল রানাকে মারধর করে।

হামলায় আহত রাসেল রানা জানান, মথনপুর মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের পুকুরের উন্মুক্ত দরপত্রের শিডিউল কিনেছিলাম। বুধবার ছিল উন্মুক্ত দরপত্রের লটারি। লটারি শেষ করে বাড়ি ফেরার পথে উপজেলার ভেতরেই আমার ওপর হামলা চালায় জালাল, শাহীন ও টিটন। এভাবে উপজেলার ভেতরে হামলার স্বীকার হলে মানুষ কোথায় নিরাপত্তা পাবে। এ ঘটনায় দোষীদের শাস্তি দাবি করছি।
এ বিষয়ে উপজেলা কৃষ কদলের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি এসবের কিছুই জানি না। উপজেলায় সিসি ক্যামেরা আছে। ফুটেজ দেখলে বুঝা যাবে আমি ঘটনায় জড়িত কিনা।’ কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেদারুল ইসলাম বলেন, সকালে একটি স্কুলের পুকুরের উন্মুক্ত দরপত্রের লটারি অনুষ্ঠিত হয়। এরপর নিচে একজনকে মারধর করা হয়েছে বলে শুনেছি। এ ঘটনায় একটি লিখিত পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।