গাংনীর সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও হয়রানির অভিযোগ
জমির ক্রেতা-বিক্রেতা ও মুহুরিদের জিম্মি করে অর্থ আদায়
- আপলোড টাইম : ০৮:০৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
- / ৩৭ বার পড়া হয়েছে
মেহেরপুরের গাংনী উপজেলা সাব-রেজিস্ট্রার নাইমা ইসলামের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও হয়রানির অভিযোগ উঠেছে। নিয়োগ পাওয়ার পর প্রথম কর্মস্থল হিসেবে যোগদানের পর থেকে তিনি জমি ক্রেতা-বিক্রেতা ও মুহুরিদের জিম্মি করে অর্থ আদায় করছেন। চাহিদা মতো অর্থ দিতে না পারলে হয়রানির শিকার হতে হচ্ছে।
দ্রুত সময়ের মধ্যে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
অভিযোগ রয়েছে, সাব-রেজিস্ট্রার নাইমা ইসলাম সেবাগ্রহীতাকে জিম্মি করে অবৈধভাবে অর্থ আদায়, জমির শ্রেণি পরিবর্তন করে রাজস্ব ফাঁকি, নির্ধারিত ফিসের বাইরে অতিরিক্ত অর্থ আদায়, ভূমি মালিক ও মুহুরাদের সাথে অসৌজন্যমূলক আচরণ ও কমিশন রেজিস্ট্রি না করায় চরম দুর্ভোগে পড়েছে ভূমি মালিকরা। এ কারণে দলিল লেখকরা কয়েকবার কলম বিরতি পালন করেছেন। খাজনা-খারিজসহ প্রয়োজনীয় কাগজপত্র সঠিক থাকার পরও দলিল প্রতি মোটা অঙ্কের উৎকোচ না দিলে সাব-রেজিস্ট্রার দলিল স্বাক্ষর করছেন না বলে খোদ দলিল লেখক ও দাতা গ্রহীতারা অভিযোগ করেছেন।
এ বিষয়ে দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ফাকের আলী বলেন, সাব-রেজিস্ট্রার দলিল প্রতি অতিরিক্ত ৫০০ টাকা করে দাবি করেন। না দিলে হয়রানি করেন। স্থানীয় বাসিন্দা সেণ্টু বলেন, দিনের পর দিন (১০-২০ দিন) জমি রেজিস্ট্রি পড়ে থাকছে, যার কারণে অনেক দাতা বাড়ি ফিরে গেছে। এমনকি অনেক দাতা মারাও গেছে।
হাড়াভাঙ্গা গ্রামের রাকিবুল ইসলাম বলেন, গত ৩ মাস ধরে হয়রানির শিকার হচ্ছেন জমি রেজিস্ট্রি করার জন্য। তার মতো হাজার হাজার মানুষ রাত পর্যন্ত বসে থেকে জমি রেজিস্ট্রি না করতে পেরে হতাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে। কাজিপুর গ্রামের আব্দুল আলিম বলেন, একটি জমি বিক্রি করব, পরপর তিন দিন এসেছি তবুও রেজিস্ট্রি হয়নি।
ধর্মচাকী গ্রামের লিটন মাহমুদ বলেন, ইতঃপূর্বে প্রতিদিন ২ শতাধিক দলিল রেজিস্ট্রি হলেও সাব-রেজিস্ট্রারের অদক্ষা ও ঘুষ দুর্নীতির কারণে বর্তমানে ৪০টির বেশি দলির রেজিস্ট্রি হয় না। দক্ষ সাব-রেজিস্ট্রার দেওয়ার দাবি করেন তিনি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাব-রেজিস্ট্রার নাইমা ইসলাম কথা বলতে রাজি হননি। এ বিষয়ে খুলনা বিভাগীয় রেজিস্ট্রি কর্মকর্তা মাহফুজুর রহমান খাঁন বলেন, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।