ইপেপার । আজ শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ নিয়ে অপপ্রচারের পরেও দু’বার ভ্রমণ করলেন আলোচিত সায়ন ঘোষ

দর্শনা অফিস:
  • আপলোড টাইম : ০৭:৫৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • / ৩৪ বার পড়া হয়েছে

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন চলছে, এমন দাবি করে ভারতীয় টিভি টকশোতে আলোচনায় আসেন কলকাতার যুবক সায়ন ঘোষ (২৬)। অভিযোগ করেন, বাংলাদেশে হিন্দু বলে তিনি হামলার শিকার হয়েছেন এবং পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে কোনো সহযোগিতা পাননি। কিন্তু সেই তিনিই চলতি বছরের মার্চ ও এপ্রিল মাসে দুই দফায় বাংলাদেশ সফর করেছেন। সর্বশেষ গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে ফেরার সময় সাংবাদিকদের মুখোমুখি হন সায়ন। তখন তিনি বলেন, ‘এখন বাংলাদেশে আইনশৃঙ্খলার তেমন কোনো সমস্যা নেই।’ সায়ন ঘোষ কলকাতার উত্তর ২৪ পরগনার বেলঘরিয়া থানার সুকান্ত ঘোষের ছেলে।
দর্শনা চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, ২০২৪ সালের ২৩ নভেম্বর তিনি ট্যুরিস্ট ভিসায় বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। ৩০ নভেম্বর দর্শনা জয়নগর চেকপোস্ট দিয়ে গেদে সীমান্ত হয়ে ভারতে ফেরত যান। এরপর চলতি বছরের ২৭ মার্চ তিনি আবার বাংলাদেশে আসেন এবং ২৯ মার্চ ফিরে যান। সর্বশেষ ৭ এপ্রিল সোমবার বেনাপোল বন্দর দিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেন। এ বিষয়ে দর্শনা ইমিগ্রেশন পুলিশের এএসআই তারেক হোসেন বলেন, ‘২০২৪ সালের নভেম্বরে তিনি ৮ দিন, মার্চে ৩ দিন এবং এপ্রিলেও ৩ দিন বাংলাদেশে ছিলেন।’
জানা যায়, বিভিন্ন ভারতীয় টেলিভিশন টকশোতে সায়ন ঘোষ দাবি করেন, গত ২৯ নভেম্বর তিনি ঢাকার জুরাইনের বাগানবাড়িতে অবস্থানকালে তাকে হিন্দু পরিচয়ে ছুরিকাঘাত ও পাথর নিক্ষেপ করে আহত করা হয়। ছিনিয়ে নেওয়া হয় তার মোবাইল ফোন। তিনি পুলিশের বিভিন্ন থানায় ঘুরেও কোনো মামলা করতে পারেননি বলে জানান।
তবে সেই অভিযোগের পরও তিনি দুই দফায় বাংলাদেশ সফর করেন। বিষয়টি ঘিরে নানা প্রশ্ন দেখা দিয়েছে। দর্শনা বন্দর দিয়ে ভারতে ফেরার সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘সেদিন আমি পুলিশের কাছে সহযোগিতা না পেয়ে ভারতের বিভিন্ন টকশোতে অংশ নিই এবং কলকাতায় বাংলাদেশ দূতাবাসে লিখিত অভিযোগ করি। এখনো সেসবের কোনো সুরাহা হয়নি।’ তবে সাম্প্রতিক দুই সফরে তিনি কোনো ধরনের হয়রানির শিকার হননি বলেও স্বীকার করেন।
এসময় উপস্থিত দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব পলাশ আহমেদ বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ করে সায়ন ঘোষ যেভাবে ভারতের মিডিয়ায় অপপ্রচার চালিয়েছেন, তা খুবই নিন্দনীয়। অথচ সেই তিনিই আবার কয়েকদিনের ব্যবধানে দু’বার বাংলাদেশে এসেছেন এবং কোনো অভিযোগ করেননি-এটা গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ নিয়ে অপপ্রচারের পরেও দু’বার ভ্রমণ করলেন আলোচিত সায়ন ঘোষ

আপলোড টাইম : ০৭:৫৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন চলছে, এমন দাবি করে ভারতীয় টিভি টকশোতে আলোচনায় আসেন কলকাতার যুবক সায়ন ঘোষ (২৬)। অভিযোগ করেন, বাংলাদেশে হিন্দু বলে তিনি হামলার শিকার হয়েছেন এবং পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে কোনো সহযোগিতা পাননি। কিন্তু সেই তিনিই চলতি বছরের মার্চ ও এপ্রিল মাসে দুই দফায় বাংলাদেশ সফর করেছেন। সর্বশেষ গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে ফেরার সময় সাংবাদিকদের মুখোমুখি হন সায়ন। তখন তিনি বলেন, ‘এখন বাংলাদেশে আইনশৃঙ্খলার তেমন কোনো সমস্যা নেই।’ সায়ন ঘোষ কলকাতার উত্তর ২৪ পরগনার বেলঘরিয়া থানার সুকান্ত ঘোষের ছেলে।
দর্শনা চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, ২০২৪ সালের ২৩ নভেম্বর তিনি ট্যুরিস্ট ভিসায় বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। ৩০ নভেম্বর দর্শনা জয়নগর চেকপোস্ট দিয়ে গেদে সীমান্ত হয়ে ভারতে ফেরত যান। এরপর চলতি বছরের ২৭ মার্চ তিনি আবার বাংলাদেশে আসেন এবং ২৯ মার্চ ফিরে যান। সর্বশেষ ৭ এপ্রিল সোমবার বেনাপোল বন্দর দিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেন। এ বিষয়ে দর্শনা ইমিগ্রেশন পুলিশের এএসআই তারেক হোসেন বলেন, ‘২০২৪ সালের নভেম্বরে তিনি ৮ দিন, মার্চে ৩ দিন এবং এপ্রিলেও ৩ দিন বাংলাদেশে ছিলেন।’
জানা যায়, বিভিন্ন ভারতীয় টেলিভিশন টকশোতে সায়ন ঘোষ দাবি করেন, গত ২৯ নভেম্বর তিনি ঢাকার জুরাইনের বাগানবাড়িতে অবস্থানকালে তাকে হিন্দু পরিচয়ে ছুরিকাঘাত ও পাথর নিক্ষেপ করে আহত করা হয়। ছিনিয়ে নেওয়া হয় তার মোবাইল ফোন। তিনি পুলিশের বিভিন্ন থানায় ঘুরেও কোনো মামলা করতে পারেননি বলে জানান।
তবে সেই অভিযোগের পরও তিনি দুই দফায় বাংলাদেশ সফর করেন। বিষয়টি ঘিরে নানা প্রশ্ন দেখা দিয়েছে। দর্শনা বন্দর দিয়ে ভারতে ফেরার সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘সেদিন আমি পুলিশের কাছে সহযোগিতা না পেয়ে ভারতের বিভিন্ন টকশোতে অংশ নিই এবং কলকাতায় বাংলাদেশ দূতাবাসে লিখিত অভিযোগ করি। এখনো সেসবের কোনো সুরাহা হয়নি।’ তবে সাম্প্রতিক দুই সফরে তিনি কোনো ধরনের হয়রানির শিকার হননি বলেও স্বীকার করেন।
এসময় উপস্থিত দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব পলাশ আহমেদ বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ করে সায়ন ঘোষ যেভাবে ভারতের মিডিয়ায় অপপ্রচার চালিয়েছেন, তা খুবই নিন্দনীয়। অথচ সেই তিনিই আবার কয়েকদিনের ব্যবধানে দু’বার বাংলাদেশে এসেছেন এবং কোনো অভিযোগ করেননি-এটা গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করে।’