দামুড়হুদায় অগ্নিকাণ্ডে রান্নাঘর ও বিচালির গাদা পুড়ে ছাই
গ্রামবাসীর প্রচেষ্টায় রক্ষা পেল ৬টি গরু
- আপলোড টাইম : ০৭:৪২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
- / ১৬ বার পড়া হয়েছে

????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????
দামুড়হুদায় ভয়াবহ অগ্নিকাণ্ডে রান্নাঘর ও বিচালির গাদা পুড়ে ছাই হওয়ার ঘটনা ঘটেছে। তবে স্থানীয়দের চেষ্টায় ছয়টি গরু অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। গতকাল বুধবার বেলা দেড়টার দিকে উপজেলার পুরাতন বাস্তুপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের মৃত শরাবত আলীর ছেলে বাবুর আলীর অসাবধানতায় রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের গোয়ালঘর ও বিচালির গাদায় ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে গ্রামবাসীর তাৎক্ষণিক চেষ্টায় ছয়টি গরু দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পরে খবর পেয়ে দর্শনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে রান্নাঘর, গোয়ালঘর ও বিপুল পরিমাণ বিচালি পুড়ে ছাই হয়ে যায়।
এ বিষয়ে পুরাতন বাস্তুপুরের ইউপি সদস্য আব্দুল হান্নান বলেন, ‘ঘটনার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে ফোন করি। তারা এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। আল্লাহর রহমতে বড় ধরনের দুর্ঘটনা থেকে গ্রাম রক্ষা পেয়েছে।’