চুয়াডাঙ্গায় পুলিশের কনস্টেবল নিয়োগ উপলক্ষে ব্রিফিং সেশনে স্বচ্ছতার প্রতিশ্রুতি
রিক্রুটমেন্টে সতর্ক দৃষ্টি, অফিসারদের কঠোর নির্দেশনা এসপির
- আপলোড টাইম : ০৭:৪১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
- / ২৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম যেন নির্ভুল, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত হয়, এ লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে দায়িত্বপ্রাপ্ত অফিসারদের ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা তিনটায় জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে আয়োজিত এই ব্রিফিং সেশনে সভাপতিত্ব করেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘এই নিয়োগ হবে শতভাগ স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত। যারা শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অন্যান্য পরীক্ষায় ভালো করবে, শুধুমাত্র তারাই নিয়োগ পাবেন।’ তিনি আরও বলেন, ‘যেহেতু এই নিয়োগ প্রার্থীদের নিজ যোগ্যতায় হবে, তাই কোনো প্রতারক বা দালালের খপ্পরে না পড়ার জন্য প্রার্থী ও তাদের পরিবারকে সতর্ক থাকতে হবে।’
এসময় পুলিশ সুপার নিয়োগ কার্যক্রমে নিয়োজিত অফিসারদের নির্ধারিত সময়ের আগেই ইউনিফর্ম পরে হাজির হওয়ার এবং অর্পিত দায়িত্ব সততা ও বিচক্ষণতার সঙ্গে পালনের নির্দেশনা দেন। একই সাথে কোনো সদস্যের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি বা অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস, মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. জামিনুর রহমান খান, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফয়সাল মাহমুদসহ নিয়োগে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা। প্রসঙ্গত, ১০, ১১ ও ১২ এপ্রিল সকাল ৮টা থেকে চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে শারীরিক মাপ ও সহনশীলতা পরীক্ষা (চঊঞ) অনুষ্ঠিত হবে। নারী-পুরুষ পৃথক লাইনে নির্ধারিত সময়ের আগেই প্রার্থীদের উপস্থিত থাকতে হবে।