ইপেপার । আজ শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

আলমডাঙ্গায় বাংলা নববর্ষ উদ্‌যাপনে প্রস্তুতি সভা

আলমডাঙ্গা অফিস:
  • আপলোড টাইম : ০৭:৩৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • / ১৪ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩২ উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম। সভায় বাংলা নববর্ষ ১৪৩২ উদ্‌যাপনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সভায় আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি (বর্ষবরণ শোভাযাত্রা) শহর প্রদক্ষিণ, উপজেলা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান, তিন দিনব্যাপী বৈশাখী মেলাসহ শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার, উপজেলা কৃষি অফিসার রেহানা পারভীন, প্রাণিসম্পদ অফিসার মাহমুদুল হক, উপজেলা প্রকৌশলী তাওহীদ আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, মৎস্য সম্প্রসারণ অফিসার আব্দুল সাত্তার ও থানার ওসি (অপারেশন) বিকাশ চন্দ্র সরকার।
ইন্সট্রাক্টর জামাল হোসেনের পরিচালনায় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, জেলা জামায়াতের আইনবিষয়ক সম্পাদক সাবেক চেয়ারম্যান মোহাম্মদ দারুস সালাম, সরকারি কলেজের সহকারী অধ্যাপক মনিরুজ্জামান, মহিলা ডিগ্রি কলেজের সুরাইয়া জেসমিন, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এটম, কালিদাসপুর ইউপি চেয়ারম্যান আসাদুল হক মিকা, মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারিজ উদ্দিন প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

আলমডাঙ্গায় বাংলা নববর্ষ উদ্‌যাপনে প্রস্তুতি সভা

আপলোড টাইম : ০৭:৩৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩২ উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম। সভায় বাংলা নববর্ষ ১৪৩২ উদ্‌যাপনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সভায় আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি (বর্ষবরণ শোভাযাত্রা) শহর প্রদক্ষিণ, উপজেলা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান, তিন দিনব্যাপী বৈশাখী মেলাসহ শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার, উপজেলা কৃষি অফিসার রেহানা পারভীন, প্রাণিসম্পদ অফিসার মাহমুদুল হক, উপজেলা প্রকৌশলী তাওহীদ আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, মৎস্য সম্প্রসারণ অফিসার আব্দুল সাত্তার ও থানার ওসি (অপারেশন) বিকাশ চন্দ্র সরকার।
ইন্সট্রাক্টর জামাল হোসেনের পরিচালনায় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, জেলা জামায়াতের আইনবিষয়ক সম্পাদক সাবেক চেয়ারম্যান মোহাম্মদ দারুস সালাম, সরকারি কলেজের সহকারী অধ্যাপক মনিরুজ্জামান, মহিলা ডিগ্রি কলেজের সুরাইয়া জেসমিন, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এটম, কালিদাসপুর ইউপি চেয়ারম্যান আসাদুল হক মিকা, মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারিজ উদ্দিন প্রমুখ।