শিরোনাম:
আলমডাঙ্গায় যৌন নিপীড়ন মামলার আসামি গ্রেপ্তার
আলমডাঙ্গা অফিস:
- আপলোড টাইম : ০৭:৩৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
- / ৩৫ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা থানা-পুলিশ অভিযান চালিয়ে যৌন নিপীড়ন মামলার আসামি আরিফুলকে গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, দৌলতদিয়াড় মাঝেরপাড়ার এক নারী ও তার স্বামী ঈদ উপলক্ষে গত ৩১ মার্চ স্বামীর বাড়ি আলমডাঙ্গার বলেশ্বরপুর গ্রামে যায়। এর পরের দিন মো. আরিফুল ইসলাম ওই নারীর স্বামীর বাড়িতে যান। বিকেলে ওই নারীল স্বামী ও আসামি আরিফুল ইসলাম চা খাওয়ার উদ্দেশ্যে বের হন। তবে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার অজুহাতে আরিফুল সন্ধ্যায় বাড়ি ফিরে এসে ওই নারীকে কক্ষে একা পেয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। এসময় ওই নারীর চিৎকার শুরু করলে তিনি দৌড়ে পালিয়ে যান। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় একটি মামলা করা হয়। মামলা নম্বর ১৩, তারিখ ০৮/০৪/২০২৫ খ্রি., ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধিত ২০২০) এর ১০।
ট্যাগ :