দর্শনা ডিএস ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির নির্বাচন সম্পন্ন
জামায়াত সমর্থিত প্যানেলের জয়লাভ
- আপলোড টাইম : ০৯:০৭:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
- / ১৯ বার পড়া হয়েছে
দর্শনা দারুস সুন্নাত সিদ্দিকীয়া সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা প্রতিষ্ঠার ৭১ বছরের ইতিহাসে প্রথমবার সরাসরি ভোটে মাদ্রাসার গভর্নিং বডির শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার পুলিশের কড়া পাহারায় অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি সমর্থিত আরিফ প্যানেল ও জামায়াত সমর্থিত শহিদুল-শাহ আলম-মনির হোসেন প্যানেলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। তবে জামায়াত সমর্থিত প্যানেল বিজয়ী হয়েছে। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী ইবতেদায়ী-দাখিল বিভাগে জামায়াত সমর্থিত মো. মনির হোসেন মুকুল (আম) ১৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. মিজানুর রহমান (মাছ) পেয়েছেন ১৫৪ ভোট।
আলিম বিভাগে জামায়াতের মাওলানা মো. শাহ আলম (গোলাপ ফুল) ১৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. কামাল উদ্দীন (হরিণ) পেয়েছেন ১৪৪ ভোট। এবং ফাজিল (ডিগ্রি) পর্যায়ে জামায়াতের সুপারিনটেনডেন্ট মাওলানা মো. শহিদুল ইসলাম (সাইকেল) ১৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. মকলেছুর রহমান (ছাতা) পেয়েছেন ১৪৬ ভোট।
এর আগে সকাল ১০টায় নির্বাচন শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টায় ভোট শেষ হয়। ভোট চলাকালে ভোটাররা ছাড়াও বিপুল সংখ্যক উৎসুক মানুষ মাদ্রাসা প্রাঙ্গণে ভিড় করে। এবারের নির্বাচনে ৫৬৪ জন ভোটারের মধ্যে ৩১২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন দামুড়হুদা উপজেলার ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক।
এদিকে, জামায়াতের প্যানেল বিজয়ী হওয়ায় শুকরিয়া নামাজ শেষে জামায়াত কর্মীরা মিছিল নিয়ে রেলবাজার প্রদক্ষিণ করে। বিজয়ের সংবাদে বিজয়ী প্রার্থী ও নেতা-কর্মীদের অভিনন্দন জানাতে জেলা জামায়াতের আমির মো. রুহুল আমিন সন্ধ্যায় দর্শনা মাদ্রাসায় আসেন। বিজয়ীদের ফুল দিয়ে বরণ ও মিষ্টিমুখ করান তিনি।
এসময় তিনি বলেন, ‘এ বিজয় মাদ্রাসার দুর্নীতিমুক্ত প্রত্যাশীদের বিজয়, এ বিজয় মাদ্রাসার শিক্ষার পরিবেশ প্রত্যাশীদের বিজয়। আমরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ তৈরির জন্য সব ধরনের চেষ্টা করব, ইনশাল্লাহ।’ তিনি মাদ্রাসার হোস্টেল চালুসহ শিক্ষার প্রকৃত পরিবেশ ফিরিয়ে এনে আবারো মাদ্রাসাটিকে প্রকৃত আলেম তৈরির কারখানা করার প্রত্যাশা ব্যক্ত করেন।
এদিকে, শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় নির্বাচনের মূল দায়িত্বপালনকারী দামুড়হুদা উপজেলার সদ্য বিদায়ী মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রশীদ ভোটার, বিজয়ী ও বিজিতদের অভিনন্দন জানিয়েছেন। নবগঠিত গভর্নিং বডি একজন যোগ্য অধ্যক্ষ নিয়োগ দিয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সচেষ্ট হবেন বলে তিনি জানান।